আজকাল ওয়েবডেস্ক: গুজরাট টাইটান্সের বিরুদ্ধে ব্যর্থ বিরাট কোহলি। মাত্র সাত রান করে আর্শাদ খানের শিকার তিনি।
কোহলিকে ফিরিয়ে দিয়ে আলোচনার কেন্দ্রে বাঁ হাতি পেসার আর্শাদ। ম্যাচের দ্বিতীয় ওভারেই আর্শাদের বলে প্রসিদ্ধ কৃষ্ণার হাতে ক্যাচ দিয়ে আউট হন কোহলি।
সবাই জানতে চান কোহলির ঘাতক কে এই আর্শাদ খান? ২৭ বছরের অলরাউন্ডার মধ্যপ্রদেশের। বাঁ হাতে মিডিয়াম পেস বোলিং করেন তিনি। লোয়ার অর্ডারে ব্যাট করতে নামেন। জুনিয়র পর্যায়ের ক্রিকেটে তাঁক স্কাউট করে মুম্বই ইন্ডিয়ান্স। আইপিএল ২০২০-র নিলামে ২০ লক্ষ টাকার বিনিময়ে তাঁকে দলে নেওয়া হয়েছিল। কিন্তু চোটের কবলে পড়ায় টুর্নামেন্ট থেকেই ছিটকে যেতে হয়েছিল। ২০২১ সালের নিলামে তাঁকে ফের নেওয়া হয়। ৬টি ম্যাচ থেকে ৫টি উইকেট নেন তিনি।
২০২২-এর নিলামে লখনউ সুপার জায়ান্টস তাঁকে দলে নিয়েছিল। লখনউয়ের হয়ে ২০২৪ সাল পর্যন্ত খেলেন আর্শাদ। চারটি ম্যাচে নামেন তিনি। নিয়েছিলেন মাত্র একটি উইকেট। দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে ২০২৪ সালের আইপিএলে ৫৮ রান করেছিলেন।
আইপিএল ২০২৫-এর মেগা নিলামে গুজরাট টাইটান্স আর্শাদকে ১.৩ কোটির বিনিময়ে দলে নিয়েছে। টসের সময়ে গুজরাট অধিনায়ক শুভমান গিল জানান ব্যক্তিগত কারণে রাবাদা খেলছেন না আরসিবি-র বিরুদ্ধে। ভাগ্য খুলে যায় আর্শাদের। আর খেলতে নেমেই যদি পাওয়া যায় কোহলির উইকেট, তাহলে এক মুহূর্তেই বিখ্যাত হয়ে যাওয়া হয়।
