আজকাল ওয়েবডেস্ক: পাঁচবারের আইপিএল চ্যাম্পিয়ন। অথচ সেই মুম্বই ইন্ডিয়ান্স এবার পাঞ্জাবের কাছে হেরে ছিটকে গেল টুর্নামেন্ট থেকে। তারকা সমৃদ্ধ দল। তবুও এবার হার্দিক পাণ্ডিয়ারা ফাইনালের ছাড়পত্র জোগাড় করতে পারলেন না। আরও একবার প্রমাণিত হল চ্যাম্পিয়ন হতে গেলে, ভাল পারফরম্যান্স তুলে ধরতে হলে সব সময়ে সেরা খেলোয়াড়দের দরকার পড়ে না। 

দেশের প্রাক্তন ক্রিকেটার ইরফান পাঠান আইপিএলের ধারাভাষ্য থেকে বাদ পড়েছেন। তিনি নাকি ধারাভাষ্য দেওয়ার সময়ে সংশ্লিষ্ট ক্রিকেটারদের আক্রমণ করে থাকেন। এহেন ইরফান পাঠান সোশ্যাল মিডিয়ায় লিখেছেন, ''বুমরাহ-এক নম্বর বোলার, সূর্য-টি-টোয়েন্টির এক নম্বর ব্যাটার, রোহিত শর্মা-ক্যাপ্টেন হিসেবে পাঁচটি ট্রফির মালিক, হার্দিক-দুর্দান্ত অলরাউন্ডার, স্যান্টনার-সেরা বাঁ হাতি স্পিনীর, ট্রেন্ট বোল্ট-প্রথম ওভারে সবচেয়ে বেশি উইকেট সংগ্রহকারী। এতগুলো ম্যাচ উইনার রয়েছে দলে তবুও আইপিএল খেতাব জিততে পারল না। মুম্বইয়ের ভক্তরা নিশ্চয় হতাশ হবেন। মুম্বই ইন্ডিয়ান্স নিশ্চয়ই বিষয়টা গুরুত্ব দিয়ে ভাববে। টি-টোয়েন্টির অনেক দলেই এরকম ম্যাচ উইনার পাওয়া যাবে না।'' 

 

?ref_src=twsrc%5Etfw">June 1, 2025

খেলার শেষে মুম্বই ইন্ডিয়ান্স অধিনায়ক হার্দিক পাণ্ডিয়া স্বীকার করে নেন রান তাড়া করতে নেমে পাঞ্জাব চাপে ফেলে দিয়েছিল মুম্বইকে। তাদের বোলাররাও নিজেদের নামের প্রতি সুবিচার করতে পারেনি।