আজকাল ওয়েবডেস্ক: শ্রেয়স আইয়ারের নেতৃত্বে গতবার আইপিএল খেতাব জিতেছিল কলকাতা নাইট রাইডার্স।
শ্রেয়স আইয়ার সুবিচার পাননি। কলকাতা তাঁকে দল থেকে ছেঁটে ফেলে দেয়। অভিমানী শ্রেয়স পাঞ্জাব কিংসের নেতা হয়েছেন।
তাঁর নেতৃত্বে এদিনই পয়েন্ট তালিকায় এক নম্বর হওয়ার সুযোগ ছিল পাঞ্জাবের। প্লে অফে আগেই চলে গিয়েছে পাঞ্জাব। শ্রেয়স-পন্টিং এক নম্বর দল হিসেবে প্লে অফে যেতে চাইছেন। শনিবার দিল্লি ক্যাপিটালসের কাছে হেরে গেল শ্রেয়সের পাঞ্জাব। শেষ ম্যাচ জিতে আইপিএল শেষ করল দিল্লি।
এখন পয়েন্ট তালিকায় এক নম্বর দল গুজরাট। দ্বিতীয় পাঞ্জাব। যদিও গুজরাট টাইটান্স, মম্বই ইন্ডিয়ান্স, পাঞ্জাব কিংস ও আরসিবি-র এখনও একটি করে ম্যাচ বাকি আছে। ফলে সাপ-লুডোর আইপিএলে এখনও ওঠানামা রয়েছে।
কেকেআর এবার ডাহা ফেল! অনেক আগেই নাইটরা ছিটকে গিয়েছে টুর্নামেন্ট থেকে। চোখে আঙুল দিয়ে পার্থক্যটা বুঝিয়ে দিচ্ছেন শ্রেয়স আইয়ার। তাঁর ও রিকি পন্টিংয়ের যুগলবন্দি ফুল ফোটাচ্ছে পাঞ্জাবে।
এদিনের ম্যাচ নিয়মক্ষার ছিল দিল্লির কাছে। কিন্তু পাঞ্জাবের কাছে এই ম্যাচের যে গুরুত্ব অন্য ছিল। প্রথমে ব্যাট করে পাঞ্জাব কিংস ২০ ওভারে করে ৮ উইকেটে ২০৬ রান।
এদিনই ইংল্যান্ড সফরের জন্য টেস্টের দল ঘোষণা হয়েছে। যথারীতি টেস্ট দলে জায়গা হয়নি শ্রেয়স আইয়ারের। নির্বাচমণ্ডলীর চেয়ারম্যান অজিত আগরকর জানিয়েছেন, শ্রেয়স আইয়ার সাদা বলের ফরম্যাট ভাল খেলেছে। কিন্তু টেস্ট দলে ওর জায়গা নেই। শ্রেয়স জায়গা পাননি। করুণ নায়ার কিন্তু আট বছর পরে জাতীয় দলে ফিরেছেন।
দল ঘোষণার দিনে টেস্ট দলে ব্রাত্য শ্রেয়স করলেন ঝকঝকে ৫৩ রান। মার্কাস স্টোয়নিস অপরাজিত থেকে গেলেন ১৬ বলে ৪৪ রানে। পাঞ্জাবের পাহাড়প্রমাণ রান তাড়া করতে নেমে দিল্লি ক্যাপিটাস ৩ বল বাকি থাকতেই ম্যাচ জিতে নেয়। তবে শ্রেয়স আইয়ারের সামনে আরও সুযোগ রয়েছে। তাঁর আস্তিনে কী তাস লুকিয়ে রয়েছে, কেউ জানেন না।
