আজকাল ওয়েবডেস্ক: মহেন্দ্র সিং ধোনিকে নিয়ে শুরু হয়ে গিয়েছে চর্চা। তাঁর ব্যাটিং অর্ডার নিয়ে। তাঁর বয়স নিয়ে। চেন্নাই সুপার কিংস প্রথম ম্যাচে জয় পেয়েছে। বাকি দুটো ম্যাচে হার মেনেছে।
চেন্নাই সুপার কিংসের কোচ স্টিফেন ফ্লেমিং জানিয়েছে, ধোনির হাঁটু ধকল নেওয়ার মতো অবস্থায় নেই। তবে কি নামের ওজনেই খেলে যাচ্ছেন ভারতের বিশ্বজয়ী অধিনায়ক?
মাহির পাশে এসে দাঁড়াচ্ছেন ক্রিস গেইল। তিনি বলেন, ''আইপিএলকে ধোনি উজাড় করে দিয়েছে। অন্য কারওর সঙ্গে তুলনা করাটাই উচিত নয়। আইপিএলে ধোনির উপস্থিতি অনেক মশলা যোগ করে। ধোনিকে আরও বেশি দিন দেখতে চাইলে ওর উপরে চাপ কমান। নইলে ওর কাছে ভুল বার্তা যাবে। ধোনির মতো কিংবদন্তিকে ভুল বার্তা দেওয়া কখনওই উচিত নয়।''
ধোনি ব্র্যান্ডে পর্যবসিত হয়েছেন। তাঁকে অগ্রাহ্য করবেন কে? 'ক্যারিবিয়ান দৈত্য' মনে করেন, আইপিএলের জন্যই ধোনিকে বেশিদিন দরকার। গেইল বলছেন, ''ধোনি তিনে নামুক বা ১১ নম্বরে, মানুষ ধোনিকে দেখতে চায় চেন্নাইয়ের হয়ে। ধোনিকে দেখতে চায় আইপিএলে।''
গেইল যা বললেন, তাতে তর্ক বাড়তেই পারে। কিন্তু যাঁকে নিয়ে এত কথা সেই মহেন্দ্র সিং ধোনি কিন্তু চিরকাল বিপরীত স্রোতেই সাঁতরে এসেছেন। সফলও হয়েছেন।
