আজকাল ওয়েবডেস্ক: গতবারের চ্যাম্পিয়ন কলকাতা নাইট রাইডার্স শেষ ম্যাচেও জিততে পারেনি। কেকেআর অধিনায়ক অজিঙ্ক রাহানে জানান রিঙ্কু সিং, আন্দ্রে রাসেল-সহ দলের চার-পাঁচ জন ব্যাটার ফ্লপ করায় এরকম হতশ্রী পারফরম্যান্স হয়েছে কেকেআরের।
নাইট অধিনায়ক অজিঙ্ক রাহানে বলেন, ''তিন-চার জন ব্যাটসম্যান একেবারেই ফর্মে ছিল না। ব্যাটিং ইউনিট হিসেবে আমরা ব্যর্থ হয়েছি। পরের বছর রিঙ্কু, রমন-সহ আরও অনেকে শক্তিশালী হয়ে ফিরবে।''
২৩.৭৫ কোটি টাকা দিয়ে দলে নেওয়া হয়েছিল ভেঙ্কটেশ আইয়ারকে। তাঁর গড় মাত্র ২০.২৮। আন্দ্রে রাসেলের গড় ১৮.৫৫। রিঙ্কু সিংয়ের গড় ২৯.৪২। রমনদীপের অ্যাভারেজ ৯.৪০।
অনেকেই ভেঙ্কটেশ আইয়ারের হতশ্রী পারফরম্যান্সকে দুষছেন। অজিঙ্ক রাহানে কিন্তু দলের অন্যতম গুরুত্বপূর্ণ সদস্যর হয়ে ব্যাট ধরলেন। রাহানে বলেন, ''কেউ যদি ২০ কোটি টাকার বেশি টাকা পায়, তাহলে সে দ্বিগুণ পরিশ্রম করবে না। আবার কেউ যদি এক, দুই বা তিন কোটি টাকা পায়, তাহলেও সংশ্লিষ্ট ক্রিকেটার কম পরিশ্রম করবে না।''
