আজকাল ওয়েবডেস্ক: সবাই বলছিলেন, জশপ্রীত বুমরাহর চার ওভার সামলানোই সব থেকে কঠিন হতে চলেছে পাঞ্জাবের। ম্যাচের সময়ে দেখা গেল বুমরাহকে শান্ত করে রাখলেন পাঞ্জাব অধিনায়ক শ্রেয়স আইয়ার। ৪১ বলে ৪৭ রানের ম্যাচ জেতানো ইনিংস খেলেন শ্রেয়স। তার মধ্যে চোখধাঁধানো একাধিক শট খেলেছেন তিনি। তার মধ্যে একটি শটকে মরশুমের সেরা বলে বর্ণনা করেছেন এবি ডিভিলিয়ার্স।
বুমরাহর শক্তি হল ইয়র্কার। ১৪০ কিমি বেগে ইয়র্কার ধেয়ে এসেছিল শ্রেয়স আইয়ারের দিকে। মিডল স্টাম্প তাক করা ছিল। সেই ইয়র্কারই উইকেট কিপারের পাশ দিয়ে শ্রেয়স আইয়ার বাউন্ডারিতে পাঠান। যে ইয়র্কার ব্যাটসম্যানের পায়ের পাতা লক্ষ্য করে ধেয়ে আসে, ব্যাটসম্যানকে চোটগ্রস্ত করতে পারে, সেই ইয়র্কারকে অনায়াসে শ্রেয়স আইয়ার পাঠালেন বাউন্ডারির বাইরে। এবি ডিভিলিয়ার্স দেখে বিস্মিত। তিনি বললেন, ''আমার মতে এটাই এবারের আইপিএলের সেরা শট। মিডল স্টাম্পকে ছিটকে দিত, পারফেক্ট ইয়র্কার দিয়েছিল। এর থেকে বাঁচার উপায় নেই। আমি খেললে আমার স্টাম্প ভেঙে দিত এই ইয়ার্কার। আর শ্রেয়স খুব সহজে সেই ইয়র্কারকে চার মারল। মুম্বইয়ের উপরই বাড়তে থাকল চাপ। বিশ্বের সেরা বোলারও শান্ত হয়ে গেল। অবিশ্বাস্য ব্যাটিং--বিশুদ্ধ, পুরোদস্তুর শক্তি এবং স্ট্রেন্থ এর সঙ্গে জড়িয়ে। হোয়াট আ ফ্যানটাস্টিক প্লেয়ার!''
ক্রিকেট বিশেষজ্ঞরা তাঁর টেকনিক নিয়ে প্রশ্ন তুলেছেন। ইংল্যান্ডের প্রাক্তন স্পিনার মন্টি পানেসর বলেছেন, সুইং বল খেলার মতো টেকনিক নেই শ্রেয়সের। কাউন্টি খেলে সেই টেকনিক রপ্ত করতে পারে। এবি ডিভিলিয়ার্স বলছেন, ''ওর ছক্কা দেখাও আনন্দের। মাথা স্থির থাকে, পজিশন একদম নিখুঁত। শান্ত থাকে, অহংকারী নয়, আমার খুব পছন্দের ক্রিকেটার। ভবিষ্যতে ওর কাছ থেকে আরও রান আসবে বলেই আশা রাখি। শ্রেয়স আইয়ার স্যালুট জানাই। দুর্দান্ত ইনিংস।''
