আজকাল ওয়েবডেস্ক: মহেন্দ্র সিং ধোনিকে নিয়ে ভুয়ো ভিডিও। সোশ্যাল মিডিয়ায় তা ছড়ানোয় ক্রিকেটভক্তকে একহাত নিলেন দেশের প্রাক্তন ক্রিকেটার আকাশ চোপড়া। 

শুক্রবার আইপিএলের বিরাট ম্যাচ ছিল। চেন্নাই সুপার কিংসের সামনে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। 

শেষমেশ আরসিবি ম্যাচটা জিতে নেয়। কিন্তু ধোনির ভিডিও নিয়েই যত গোল! 

ঘটনাটা কী? সিএসকে তারকা যখন ব্যাট হাতে নামছেন সেই সময়ের ভিডিওকে এডিট করা হয়েছে। সেখানে আকাশ চোপড়ার ধারাভাষ্য যোগ করা হয়েছে। কিন্তু যে ধারাভাষ্যটি যোগ করা হয়েছে, সেটি কিন্তু ধোনির ব্যাট করতে আসার সময়ের নয়। 

 

?ref_src=twsrc%5Etfw">March 29, 2025

আকাশ চোপড়া বিষয়টি ভাল ভাবে নেননি। সেই ক্রিকেটভক্তের এডিট করা ভিডিও প্রসঙ্গে আকাশ চোপড়া সোশ্যাল মিডিয়ায় লেখেন, ''ছক্কা মারার সময়ের ধারাভাষ্য ব্যবহার করেছো ব্যাট করতে আসার সময়ের সঙ্গে। এনগেজমেন্ট বাড়িয়ে নাও। কুশাগ্র, ঈশ্বর তোমায় আশীর্বাদ করবেন।'' 

সিএসকে ম্যাচটা হার মানে ৫০ রানে। মহেন্দ্র সিং ধোনি তাঁর ভক্তদের খুশি করে দেন ১৬ বলে ৩০ রান করে। সেই সঙ্গে বিতর্কের মশলাও যোগ করেন নিজে ন'নম্বরে ব্যাট করতে নামায়। দেশ জুড়ে রব উঠেছে, সিএসকে তারকা কেন নিজেকে এত নীচে নামিয়ে আনলেন। 

 

?ref_src=twsrc%5Etfw">March 28, 2025

দেশ জুড়ে উঠতে থাকা এহেন চর্চার মধ্যে কিন্তু ধোনি চুপই রয়েছেন। তিনি নিজের ব্যাটিং অর্ডার প্রসঙ্গে মুখ খোলেননি। পরের ম্যাচে কি ধোনিকে ব্যাটিং অর্ডারে উপরের দিকে নামতে দেখা যাবে? রবিবার রাজস্থান রয়্যালসের সামনে চেন্নাই সুপার কিংস। সবার নজরে সেই মহেন্দ্র সিং ধোনি।