আজকাল ওয়েবডেস্ক: চ্যাম্পিয়ন্স ট্রফির গ্রুপ পর্ব থেকে বিদায় নিয়েছে পাকিস্তান। এক ম্যাচ বাকি থাকতেই ছিটকে যান বাবর, রিজওয়ানরা‌। চারিদিক থেকে সমালোচনার ঝড় বয়ে যাচ্ছে। ক্রিকেট বিশেষজ্ঞ থেকে ফ্যান, সবাই কটাক্ষ করছে। তারই মধ্যে শোনা গিয়েছিল, ব্যাটারদের জঘন্য পারফরম্যান্সের জন্য তাঁদের বকাবকি করেন অন্তর্বর্তী কোচ আকিব জাভেদ। বেশ কয়েকটা মিডিয়া রিপোর্টে জানানো হয়েছিল, ক্রিকেটারদের উদ্দেশে কড়া কথা ব্যবহার করেছেন তিনি। কিন্তু বাংলাদেশ ম্যাচের আগে এই অভিযোগ উড়িয়ে দেন আকিব জাভেদ। দাবি করেন, এমন সংস্কৃতিতে বিশ্বাস করেন না তিনি। আকিব জাভেদ বলেন, 'আমি প্লেয়ারদের একটুও বকা দিই না। কারণ আমাদের সংস্কৃতিতে, শিক্ষকদের বকে, মারা, কোচদের গালাগালি দেওয়াতে আমি বিশ্বাসী নই। আমি প্লেয়ারদের শ্রদ্ধা করি। তাঁদের সাহায্য করতে চাই। ওরা যা চায় সেইভাবে প্র্যাকটিস করানো যায়। আমি কাউকে কিছুই বলি না। এটা আমার স্বভাববিরুদ্ধ।'

জাভেদ মেনে নিলেন, পাকিস্তানের স্কোরিং রেট দলের জন্য বড় সমস্যা। তিনি জানান, কোনও নির্দিষ্ট টার্গেট নিয়ে মাঠে নামে না প্লেয়াররা। পরিবেশ এবং পরিস্থিতি অনুযায়ী খেলে। এই প্রসঙ্গে আকিব জাভেদ বলেন, 'আমরা সবকিছু গুলিয়ে ফেলি। যেমন টি-২০ বিশ্বকাপে। ২২০ রান অনেক বড় টার্গেট। আমরা ১২০ রান তুলতেও পারছিলাম না। সার্বিকভাবে আমাদের উন্নতি করতে হবে। তার জন্য ধারাবাহিকতা প্রয়োজন। ক্রিকেট বোর্ডেও এটা দরকার। সব ক্ষেত্রেই দরকার। একটা দীর্ঘমেয়াদী পলিসি চাই। আমরা প্লেয়ারদের নিয়ে কথা বলি। ওদের বাকি দলের সঙ্গে তুলনা করি। তেমনই বোর্ডের তুলনাও করা উচিত। একটা দীর্ঘমেয়াদী পরিকল্পনা নিয়ে না চলতে পারল কখনও সাফল্য আসবে না।' বৃহস্পতিবার বাংলাদেশের বিরুদ্ধে নিয়মরক্ষার ম্যাচ পাকিস্তানের।