আজকাল ওয়েবডেস্ক: কেরিয়ারের পড়ন্ত বেলায় পৌঁছেও লিওনেল মেসি ছড়িয়ে যাচ্ছেন সোনালী রোদ্দুর। আরও একবার খেতাব জয়ের স্বপ্ন দেখছে ইন্টার মায়ামি।

মেজর লিগ সকার কনফারেন্স কাপের সেমিফাইনালে ইন্টার মায়ামি ৪-০ গোলে হারাল সিনসিনাটিকে। প্রতিটি গোলের সঙ্গে জড়িয়ে রয়েছে মেসির নাম। একটি গোল করেছেন। বাকি তিনটি অ্যাসিস্ট। 

এদিন জয়ের ফলে কনফারেন্স ফাইনালে উঠেছে মায়ামি। ফাইনালে তাদের প্রতিপক্ষ নিউ ইয়র্ক সিটি। 

১৯ মিনিটে মেসির গোলে এগিয়ে যায় মায়ামি। প্রথমার্ধে এই একটি গোলেই এগিয়েছিল ইন্টার মায়ামি। দ্বিতীয়ার্ধে আরও বেশি আক্রমণাত্মক হয়ে ওঠে মায়ামি। ৫৭ মিনিটে মেসির অ্যাসিস্টে গোল করেন সিলভা।

৬২ ও ৭৪ মিনিটে সেই মেসির পাস থেকেই  জোড়া গোল করেন আলেন্দে। মেসির ফুটবল কেরিয়ারে ৪০৪ নম্বর গোল। 

ম্যাচে মেসি মন্ত্রমুগ্ধ করে গিয়েছেন। গোল করেছেন, অ্যাসিস্ট করেছেন। সুযোগ তৈরি করেছেন ৮টি। 

ম্যাচের শেষে ইন্টার মায়ামি কোচ মাসচেরানো বলেন, ''কঠিন মাঠে কঠিন প্রতিপক্ষের বিরুদ্ধে যেভাবে খেলেছে তাতে আমি গর্বিত।'' 

মাসচেরানোর সংযোজন, ''শুধু মেসিকে  নয়, এই পুরো দলকে কোচিং করাটাই আমার জন্য বড় সম্মান। মেসি কী করতে পারে, তা আমরা সবাই জানি।'' সেটাই মাঠে নেমে করে চলেছেন মেসি।