আজকাল ওয়েবডেস্ক: আচমকা চোট পেলেন ম্যাথু হেডেন। অস্ট্রেলিয়ার এই প্রাক্তন ক্রিকেটার বর্ডার গাভাসকার ট্রফিতে ধারাভাষ্য দিচ্ছেন। স্টার স্পোর্টস ও ফক্স স্পোর্টসের সঙ্গে চুক্তিবদ্ধ হেডেন। সোমবার গাব্বা স্টেডিয়ামে ঢোকার সময় দেখা যায়, হেডেনের বাঁ পায়ে ব্যান্ডেজ লাগানো। জিজ্ঞাসা করায়, মজা করতে করতে হেডেন বলে ওঠেন কমেন্ট্রি করতে করতে উত্তেজিত হয়ে পড়েছিলাম। তাই চোট লেগেছে। যদিও পরে জানা যায়, তিনি ক্রিকেট খেলতে গিয়ে চোট পেয়েছেন।
হেডেন জানিয়েছেন ব্রিসবেন টেস্টের আগে ক্রিকেট খেলতে গিয়ে বড় শট মারার সময় কাফ মাসলে চোট পেয়েছেন তিনি। হেডেনের কথায়, ‘কমেন্ট্রি করতে গিয়ে উত্তেজিত হয়ে পড়েছিলাম। তখনই চোটটা পেয়েছি। তবে এটা মজা। ব্রিসবেন টেস্টের আগে এক দিন ক্রিকেট খেলছিলাম। তখনই বড় শট মারতে গিয়ে চোটটা পাই।’
এটা ঘটনা, ব্রিসবেন টেস্টে কিন্তু জাঁকিয়ে বসেছে অস্ট্রেলিয়া। তাদের প্রথম ইনিংস শেষ হয় ৪৪৫ রানে। শতরান করেছেন স্টিভ স্মিথ (১০১) ও ট্রাভিস হেড (১৫২)। ভারতীয় বোলারদের মধ্যে জসপ্রিত বুমরা পেয়েছেন ৬ উইকেট। জবাবে ব্যাট করতে নেমে ৫১ রানের মধ্যেই ভারত চার উইকেট হারিয়েছে। প্যাভিলিয়নে ফিরে গেছেন যশস্বী জয়সোয়াল, বিরাট কোহলি, ঋষভ পন্থ ও শুভমান গিল। সোমবার বৃষ্টির জন্য বারবার খেলা বিঘ্নিত হয়েছে।
ম্যাচের বাকি আর দু’দিন। মঙ্গল ও বুধবার ব্রিসবেনে ৯০ শতাংশ রয়েছে বৃষ্টির সম্ভাবনা। এই বৃষ্টিই পারে ভারতকে এই টেস্ট হার থেকে বাঁচাতে।
