আজকাল ওয়েবডেস্ক: সারা দেশজুড়ে চলছে ইন্ডিগোর বিমান বিভ্রাট। বিশেষ করে দিল্লি, মুম্বইয়ে। 

বিমান-বিভ্রাটে নাকাল যাত্রীরা। তাঁদের মধ্যে রয়েছেন তিরাশির বিশ্বজয়ী দলের সদস্য মদনলালও। মুম্বই বিমানবন্দরে ১২ ঘণ্টা তিনি বসে রইলেন। এর পরে আর শান্ত থাকতে পারেননি মদনলাল। সোশ্যাল মিডিয়ায় তিনি তাঁর ক্ষোভ উগরে দিয়েছেন, ''মুম্বই থেকে ১২ ঘণ্টা দেরিতে চলছে আমার বিমান। এ দেশ মানুষের জন্য পরোয়াই করে না। বিমানবন্দর যেন মাছের বাজার।'' 

এদিকে নাগাড়ে ফ্লাইট বাতিল, তীব্র যাত্রী অসন্তোষের মাঝেই ক্ষমা চাইল বিমান সংস্থা ইন্ডিগো।  সোশ্যাল মিডিয়ায় ইন্ডিগোর তরফে জানানো হয়েছে, "সবকিছুর জন্য আমরা আন্তরিকভাবে দুঃখিত।"

 সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে জানিয়ে দেওয়া হয়েছে,  ৫ থেকে ১৫ ডিসেম্বরের মধ্যে বাতিল হওয়া সব বিমানের রিফান্ড করা হবে পেমেন্ট মোডে। 

.

দেশের বৃহত্তম বিমান সংস্থা ইন্ডিগো। প্রতিদিন এই সংস্থার প্রায় ২,৩০০টি ফ্লাইট চলাচল করে। শীতকালীন সময়সূচিতে চাপের কারণে পাইলট সঙ্কটের কারণে এই ইন্ডিগো-তে এই বিশৃঙ্খলার সৃষ্টি হয়েছে।

বিমান সংস্থাটি নতুন ফ্লাইট ডিউটি ​​টাইম লিমিটেশন  নিয়মাবলী আংশিক শিথিল করার অনুরোধ জানিয়েছে, উল্লেখ করে যে ২০২৬ সালের ফেব্রুয়ারির মধ্যে সম্পূর্ণ বাস্তবায়ন সম্ভব হবে বলে আশা করা হচ্ছে।

ইন্ডিগোর কর্মক্ষমতা হ্রাসের ফলে বিমান সংস্থাটির সময়ানুবর্তিতার একটি গুরুত্বপূর্ণ পরিমাপক অন-টাইম পারফরম্যান্স  তীব্রভাবে হ্রাস পেয়েছে।

কেন্দ্রীয় অসামরিক বিমান পরিবহনমন্ত্রকের সর্বশেষ তথ্য অনুসারে, বিমান সংস্থার ওটিপি মঙ্গলবার ৩৫ শতাংশ থেকে কমে বুধবার ১৯.৭ শতাংশে দাঁড়িয়েছে এবং বৃহস্পতিবার আরও কমে মাত্র ৮.৫ শতাংশে দাঁড়িয়েছে।

বিমান পরিবহন সংস্থাটি বিমান চলাচল পর্যবেক্ষণকারী সংস্থা, অসামরিক বিমান পরিবরণ সংস্থা জানিয়েছে যে- ৮ ডিসেম্বর পর্যন্ত আরও বেশি বিমান বাতিল করা হবে এবং সেই দিন থেকে পরিষেবাও হ্রাস পাবে।

এই দুর্ভোগের কবলে পড়ছেন সাধারণ মানুষ। তাঁদের মধ্যে রয়েছেন তিরাশির বিশ্বজয়ী দলের সদস্য মদনলালও।