আজকাল ওয়েবডেস্ক: পাঁচ ম্যাচের টি–টোয়েন্টি সিরিজের জন্য ঘোষিত হল ভারতীয় দল। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টি–টোয়েন্টি সিরিজের দলে ফিরলেন শুভমান গিল। ইডেন টেস্ট চলাকালীন চোট পেয়েছিলেন গিল। সেই টেস্ট তো বটেই, খেলতে পারেননি গুয়াহাটি টেস্টেও। দলের সঙ্গে গেলেও তিনি বাড়ি ফিরে আসেন। খেলতে পারেননি একদিনের সিরিজেও। তবে টি–২০ সিরিজে ফিরলেন গিল।
চোট সারিয়ে টি–টোয়েন্টি দলে এলেন হার্দিক পাণ্ডিয়াও। এশিয়া কাপ ফাইনালের আগে তিনি চোট পেয়েছিলেন। ফাইনালে খেলতে পারেননি। সেই থেকে মাঠের বাইরে ছিলেন। তবে সুস্থ হয়ে সৈয়দ মুস্তাক আলি ঘরোয়া টি–টোয়েন্টি টুর্নামেন্টে তিনি ফিরেছেন। এবং প্রথম ম্যাচে ৭৭ রানের ইনিংস খেলেছেন। তাই তাঁকে ফেরাতেও দ্বিধা করেননি নির্বাচকরা। একদিনের সিরিজে বিশ্রাম নিয়ে টি–টোয়েন্টি সিরিজে ফিরেছেন বুমরাও।
গোটা দলটা এরকম: সূর্যকুমার যাদব (অধিনায়ক), শুভমান গিল (সহ অধিনায়ক), অভিষেক শর্মা, তিলক বর্মা, হার্দিক পাণ্ডিয়া, শিবম দুবে, অক্ষর প্যাটেল, জীতেশ শর্মা (উইকেটরক্ষক), সঞ্জু স্যামসন (উইকেটরক্ষক), জসপ্রীত বুমরা, বরুণ চক্রবর্তী, অর্শদীপ সিং, কুলদীপ যাদব, হর্ষিত রানা, ওয়াশিংটন সুন্দর।
দলে রয়েছেন দুই উইকেটরক্ষক সঞ্জু ও জীতেশ।
সিরিজের প্রথম টি–টোয়েন্টি হবে ৯ ডিসেম্বর কটকে। বাকি ম্যাচগুলি ১১ ডিসেম্বর নিউ চণ্ডীগড়, ১৪ ডিসেম্বর ধরমশালা, ১৭ ডিসেম্বর লখনউ, ১৯ ডিসেম্বর আমেদাবাদ। সব ম্যাচই শুরু ভারতীয় সময় সন্ধে সাতটা থেকে।
তবে গিলের ক্ষেত্রে বলা হয়েছে, বোর্ডের মেডিকেল টিম সুস্থতার ব্যাপারে ছাড়পত্র দিলেই খেলতে পারবেন তিনি। তবে দলে জায়গা পাননি রিঙ্কু সিং।
