আজকাল ওয়েবডেস্ক: ‘অপারেশন সিঁদুর’। পাক ও পাক অধিকৃত কাশ্মীরে এয়ার স্ট্রাইক চালিয়েছে ভারতীয় সেনা। এরপরই দেশ বিদেশ থেকে আসতে শুরু করেছে প্রতিক্রিয়া। বাদ যাননি ভারতের প্রাক্তন থেকে বর্তমান ক্রিকেটাররাও। টিম ইন্ডিয়ার হেড কোচ গৌতম গম্ভীর থেকে শুরু করে হরভজন সিং, কেকেআর তারকা বরুণ চক্রবর্তীরা ভারতীয় সেনার প্রত্যাঘাতের পর প্রতিক্রিয়া জানিয়েছেন।
হেড কোচ গৌতম গম্ভীর বলেছেন, ‘জয় হিন্দ’। ‘অপারেশন সিঁদুরে’র ছবি দিয়ে গম্ভীর লিখেছেন, ‘জয় হিন্দ’। প্রাক্তন ক্রিকেটার আকাশ চোপড়াও একই ছবি দিয়ে বলেছেন, ‘আমরা একজোট হয়ে পাশে আছি। জয় হিন্দ’। আরেক প্রাক্তন ক্রিকেটার প্রজ্ঞান ওঝা বলেছেন, ‘জয় হিন্দ, ভারতীয় সেনার জয়’। বীরেন্দ্র শেহবাগ লিখেছেন, ‘ধর্ম রক্ষতি রক্ষত, ভারতীয় সেনার জয়’। যার অর্থ, যে ধর্মকে রক্ষা করে, ধর্ম তাঁকে রক্ষা করে। সুরেশ রায়নাও ‘অপারেশন সিঁদুরে’র জয়গানে মুখর।
শচীন তেন্ডুলকার এক্স হ্যান্ডলে লিখেছেন, ‘একতায় আমরা ভয়হীন। আমাদের শক্তি সীমাহীন। দেশের মানুষই ভারতের রক্ষাকর্তা। এই দুনিয়ায় সন্ত্রাসবাদের কোনও ঠাঁই নেই। আমরা একটাই দল।’ বক্সার গৌরব বিদুরি বলেছেন, ‘আমরা যখন বাড়িতে ঘুমোচ্ছি। তখন ভারতীয় সেনা হামলা চালিয়েছে পাকিস্তানে। অপারেশন সিঁদুর এর জয়।’ বক্সার বিজেন্দর সিং বলেছেন, ‘ভারত মাতা কি জয়।’ ব্যাডমিন্টন তারকা সাইনা নেহওয়াল বলেছেন, ‘জয় হিন্দ।’ হরভজন সিংও বলেছেন, ‘জয় হিন্দ।’ প্রাক্তন ক্রিকেটার চেতন শর্মা বলেছেন, ‘যখন দেশের সুরক্ষার বিষয় আসে। তখন কোনও সমঝোতার মানে হয় না।’ প্রাক্তন মহিলা ক্রিকেটার ঝুলন গোস্বামী বলেছেন, ‘অপারেশন সিঁদুর। এটাই ভারতের জবাব।’
