আজকাল ওয়েবডেস্ক: বিরাট কোহলি সফল। কিন্তু অন্য দুই বর্ষীয়ান তারকা ব্যর্থ হলেন নিউজিল্যান্ডের বিরুদ্ধে ওয়ানডে সিরিজে। 

ঘরের মাঠে ওয়ানডে সিরিজ হেরে বসল ভারত। আর তার পরেই দুই সিনিয়র তারকার ভবিষ্যৎ নিয়ে উঠে গেল প্রশ্ন। 

কে এই দুই তারকা? এঁরা হলেন রোহিত শর্মা ও রবীন্দ্র জাদেজা। 

বিরাট কোহলির ব্যাট কথা বলেছে সদ্য সমাপ্ত ওয়ানডে সিরিজে। কিন্তু রোহিত শর্মা শান্ত থেকে গিয়েছেন। রবীন্দ্র জাদেজাও নিজের নামের প্রতি সুবিচার করতে পারেননি। আর তার পরই প্রশ্ন উঠতে শুরু করছে এই হিটম্যান ও জাদেজাকে নিয়ে। 

তৃতীয় ওয়ানডে ম্যাচের পরে নিউজিল্যান্ডের প্রাক্তন বোলার সাইমন ডুল যেমন বলেছেন, বিরাট কোহলির মধ্যে এখনও তারুণ্য রয়ে গিয়েছে। ৪৫ বছর পর্যন্ত ক্রিকেট খেলতে পারবে কোহলি। তেমনই রোহিত সম্পর্কে সন্দিহান ডুল বলেছেন, ওর মধ্যে কি আদৌ আর রানের খিদেটা রয়েছে? 

জাদেজা প্রয়োজনের সময়ে উইকেট নিতে পারেননি। শেষ পাঁচটি ওয়ানডেতে সৌরাষ্ট্রের অলরাউন্ডার নিয়েছেন কেবল একটি উইকেট। জাদেজাকে দেখে মনে হয়েছে তিনি আগের সেই কামড় হারিয়ে ফেলেছেন। আগে তিনি রান আটকে রাখতেন। উইকেটও নিতেন। ঘরের মাঠে নিউজিল্যান্ডের বিরুদ্ধে সেই পুরনো জাদেজাকে দেখা যায়নি। অক্ষর প্যাটেলকে না খেলিয়ে জাদেজাকে খেলানো হয়েছিল, তা নিয়েও প্রশ্ন উঠেছে। জাদেজা কিন্তু পারফরম্যান্স নিয়ে যাবতীয় সমালোচনা, প্রশ্ন থামাতে পারেননি। 

জাদেজাকে নিয়ে প্রশ্ন রয়েছে তাঁর একসময়ের সতীর্থ শ্রীবৎস গোস্বামীরও। ২০০৮ সালে অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপে বিরাট কোহলির নেতৃত্বে জিতেছিল ভারত। সেই দলের সদস্য ছিলেন জাদেজা ও শ্রীবৎস। তৃতীয় ওয়ানডে দেখার পরে বাংলার প্রাক্তন ক্রিকেটার সোশ্যাল মিডিয়ায় ইঙ্গিত দিয়েছেন, জাদেজা হয়তো পঞ্চাশ ওভারের শেষ ম্যাচ খেলে ফেলেছেন। শ্রীবৎস লিখেছেন, নীরব ভাবে চলে যাওয়ার আগে জাদেজার ক্রিকেট কেরিয়ারকে সেলিব্রেট করা উচিত। কারণ এর পরে ভারত ওয়ানডে খেলবে জুনে ইংল্যান্ডের বিরুদ্ধে। 

ঘরের মাঠে কিউয়িদের কাছে সিরিজ হার দুই তারকার ভবিষ্যৎ নিয়ে নতুন করে প্রশ্ন তুলে দিল।