আজকাল ওয়েবডেস্ক: কেউ বলছিলেন, ছক্কা মারার নেশাই তাঁকে ডোবাচ্ছে। আবার কেউ বলছিলেন, বোলাররা হয়তো তাঁর দুর্বলতা ধরে ফেলেছেন। কিন্তু বৈভব সূর্যবংশী রয়েছেন তাঁর মধ্যেই। ব্যাট হাতে রেকর্ড গড়েছেন আগেই। এবার বল হাতেও বৈভব সূর্যের আলো ছড়ালেন। সূর্যবংশী মানেই রেকর্ড আর রেকর্ড।
আইপিএলের সুবাদে তিনি ১৩ বছর বয়সেই হয়ে গিয়েছিলেন কোটিপতি। মেগা টুর্নামেন্টে তিনি চমকে দিয়েছিলেন। ১৪ বছর বয়সী এই কিশোর এবার বল হাতেও গড়ে ফেললেন নতুন কীর্তি। ভারতীয়দের মধ্যে যুব টেস্টে সবচেয়ে কম বয়সে উইকেট নেওয়ার রেকর্ড এখন সূর্যবংশীর ঝুলিতে।
ভারতের অনূর্ধ্ব ১৯ দলের হয়ে ইংল্যান্ড সফরে সূর্যবংশী। শনিবার থেকে বেকেনহামে শুরু হয়েছে দু'ম্যাচের যুব টেস্ট সিরিজের প্রথম টেস্ট। দ্বিতীয় দিনের খেলায় বল হাতে সূর্যবংশী গড়েন নতুন রেকর্ড।
আরও পড়ুন: পঞ্চম দিনের খেলা শুরুর আগেই শাস্তির খাঁড়া নেমে এল সিরাজের উপর, চাপ বাড়ল তারকা পেসারের
কথায় বলে রেকর্ড গড়া হয় তা ভাঙার জন্যই। বাঁ হাতি বিস্ফোরক ব্যাটার হিসেবে সূর্যবংশীর সুনাম রয়েছে। ব্যাটসম্যান সূর্যবংশীর ছায়ায় ঢাকা পড়ে গিয়েছেন বোলার সূর্যবংশী।
বাঁ হাতে স্পিন বল করেন সূর্যবংশী। তিনি পার্টনারশিপ ভাঙতে পারেন। ইংল্যান্ডের তৃতীয় উইকেট জুটি কিছুতেই ভাঙতে পারছিল না ভারত। সেই সময়ে যুব দলের অধিনায়ক আয়ুশ মাত্রে বল তুলে দেন বৈভব সূর্যবংশীর হাতে। যে কাজে সূর্যবংশীর হাতে বল তুলে দেওয়া হয়েছিল, ১৪ বছরের তারকা সেই কাজে সফল।
সূর্যবংশীর তৃতীয় ওভারের শেষ বলটা ছিল লো ফুল টস। ইংল্যান্ডের হামজা শেখ সেই বল মাঠের বাইরে ফেলতে যান। শেষ পর্যন্ত লং অফে তিনি ক্যাচ দেন। বৈভব ভেঙে দেন হামজা ও রকি ফ্লিনটফের ১৫৪ রানের জুটি। সেঞ্চুরি থেকে ১৬ রান দূরে থেমে যান হামজা।
সূর্যবংশী এখন যুব টেস্টে ভারতের সর্বকনিষ্ঠ উইকেটশিকারী। ১৪ বছর ১০৭ দিনে তিনি এই নজির গড়লেন। যুব টেস্টে ভারতের হয়ে সবচেয়ে কম বয়সে উইকেট পাওয়ার রেকর্ড ছিল মনীষীর। ২০১৯ সালে দক্ষিণ আফ্রিকা অনূর্ধ্ব-১৯ দলের বিরুদ্ধে তিরুঅনন্তপুরমে ১৫ বছর ১১৫ দিনে প্রথম উইকেট নিয়েছিলেন। প্রোটিয়াদের বিরুদ্ধে ৫৮ রানে ৫টি ও ৩০ রানে ২টি উইকেট নিয়েছিলেন দুই ইনিংসে। মার্কো ইয়ানসেন ছিলেন ভারতীয় বোলারের শিকার।
যুব টেস্টে সবচেয়ে কম বয়সে উইকেট পাওয়ার রেকর্ড অবশ্য সূর্যবংশীর নয়। এই রেকর্ডের মালিক পাকিস্তানের মাহমুদ মালিক। ১৯৯৪ সালে নিউ জিল্যান্ডের বিরুদ্ধে ১৩ বছর ২৪১ দিনে তিনি উইকেট নিয়েছিলেন। তার পরে পাকিস্তান দলে জায়গা হয়নি কখনও মাহমুদ মালিকের।
বল হাতে জুটি ভাঙলেও, ব্যাট হাতে কিন্তু সূর্যবংশী সফল হননি। মাত্র ১৪ রানে তিনি ফেরেন প্রথম ইনিংসে। ভারতের যুব দল ৫৪০ রান করে। তার জবাবে তৃতীয় দিনের শেষে ইংল্যান্ডের যুব দল করেছে ৫ উইকেটে ২৩০ রান। ৬ ওভার হাত ঘুরিয়েছেন বৈভব। একটি মেডেন দেন তিনি। ১০ রানের বিনিময়ে একটি উইকেট বৈভবের ঝুলিতে। তিনি যে আরও কত রেকর্ড ভাঙবেন, তার উত্তর দেবে সময়।
যুব টেস্টে সবচেয়ে কম বয়সে উইকেট নেওয়ার ১০ জনের তালিকায় সূর্যবংশী একাই ভারতকে প্রতিনিধিত্ব করছেন। এই তালিকায় পাকিস্তান বোলারদের ভিড়। রয়েছেন বাংলাদেশের ক্রিকেটারও। বৈভব সূর্যবংশী একাই ভারতের পতাকাবাহক।
আরও পড়ুন: ক্রীড়াজগতে আরও একটা বিবাহবিচ্ছেদ, পথ বদলে গেল ব্যাডমিন্টনের পাওয়ার কাপলের
