আজকাল ওয়েবডেস্ক: মঙ্গলবার দিল্লিতে গ্র্যান্ড অভ্যর্থনা পেলেন হরমনপ্রীত সিং, স্মৃতি মান্ধানারা। বুধবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে দেখা করবে বিশ্বকাপজয়ী দল। তার একদিন আগেই রাজধানীতে পৌঁছে গেল মেয়েদের বিশ্বকাপজয়ী দল। তাজ প্যালেসে পা রাখা মাত্র গোলাপের পাপড়ি দিয়ে আহ্বান জানানো হয় তাঁদের। সঙ্গে ঢাক-ঢোল। সেই তালে কোমর দোলান জেমাইমা রডরিগেজ, রাধা যাদব, স্নেহ রানারা। কেক কাটা হয়। এর আগে মুম্বই ছাড়ার সময় অমল মজুমদার সহ গোটা দলকে অভিনন্দন জানানো হয়। বিশ্বজয়ীদের একঝলক দেখার জন্য বিমানবন্দরে ভিড় জমায় ভক্তরা। তবে তাঁদের হতাশ হয়েই ফিরতে হয়। শুধুমাত্র সংবাদমাধ্যমের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। স্টার এয়ার, একটি বিশেষ চার্টার্ড ফ্লাইটে দিল্লি পৌঁছয় বিশ্বকাপজয়ী দল।
দিল্লিতে নিরাপত্তা ব্যবস্থা আঁটোসাঁটো ছিল। টিম বাস সহ বিশ্বকাপজয়ী দল যে রুট দিয়ে যাবে সেটার নিরাপত্তা খতিয়ে দেখা হয়। স্নিফার ডগ দিয়েও পরীক্ষা করানো হয়। বিমানবন্দর থেকে সরাসরি হোটেলে যায় হরমনপ্রীতরা। বুধবার নরেন্দ্র মোদির সঙ্গে সাক্ষাতের পর বাড়ির উদ্দেশে রওনা হবে ভারতীয় ক্রিকেটাররা। শুধুমাত্র শেফালী বর্মা নাগাল্যান্ডের উদ্দেশে রওনা দেবেন। আন্তঃজোনাল টি-২০ টুর্নামেন্টে নর্থ জোনকে নেতৃত্ব দেবেন শেফালী।
বুধবার বিশ্বকাপজয়ী দলকে সংবর্ধনা দেবেন মোদি। প্রধানমন্ত্রীর বাসভবনে হবে এই অনুষ্ঠান। রবিবার মধ্যরাতে দেশকে গর্বিত করেছে ভারতের মেয়েরা। ৫০ ওভারের ক্রিকেটের ইতিহাসে প্রথমবার বিশ্বকাপ জিতেছে ভারতের মেয়েদের দল। মিতালি রাজ, ঝুলন গোস্বামীরা যা পারেননি সেটা করে দেখান হরমনপ্রীতরা। রবিবার রাতে মুম্বইয়ের ডিওয়াই পাতিল স্টেডিয়ামে দক্ষিণ আফ্রিকাকে ৫২ রানে হারিয়ে চ্যাম্পিয়ন হয় টিম ইন্ডিয়ার মেয়েরা। রাত জেগে হরমনপ্রীত, স্মৃতিদের উৎসবে সামিল হয় মুম্বই। এবার দিল্লির পালা। বিশ্বজয়ের পর সোশ্যাল মিডিয়ায় হরমনপ্রীতদের অভিনন্দন জানান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বিশেষ বার্তা দেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিও। বিশ্বকাপ জয়ের পরের সকালে ভারতীয় মহিলা বিশ্বকাপজয়ী দল এবং সাপোর্ট স্টাফদের জন্য বিরাট অঙ্কের নগদ পুরস্কার ঘোষণা করে বিসিসিআই। বোর্ড সচিব দেবজিৎ সাইকিয়া ক্রিকেটার এবং সাপোর্ট স্টাফদের জন্য ৫১ কোটি টাকার পুরস্কার ঘোষণা করেন। বিশ্বকাপ জয় মেয়েদের ক্রিকেটে এক নতুন দিগন্ত খুলে দিল।
