আজকাল ওয়েবডেস্ক: শ্রীলঙ্কা ও পাকিস্তানের বিরুদ্ধে জেতার পরে দক্ষিণ আফ্রিকার কাছে হার মানতে হয়েছে ভারতের মহিলা দলকে। রবিবারের বিশাখাপত্তনমে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে গুরুত্বপূর্ণ ম্যাচে প্রথমে ব্যাট করে ভারতের মহিলা দল করল ৩৩০ রান। অজিদের বিরুদ্ধে হেরে গেলে নক আউটে পৌঁছনোর আশা কমবে হরমনপ্রীতদের। বল করতে নেমে অজিদের নিকেশ করাই লক্ষ্য এখন ভারতের। প্রোটিয়া ব্রিগেডের বিরুদ্ধে বোলিং ব্যর্থতাতেই ভারতকে হার মানতে হয়েছিল। রবি সন্ধ্যায় ভারতের বোলিং কীরকম হয়, সেটাই দেখার। 

অজিদের বিরুদ্ধে একাধিক রেকর্ড গড়লেন স্মৃতি মান্ধানা। এক বছরে এক হাজার রান। দ্রুততম হিসেবে পাঁচ হাজার রান ও কনিষ্ঠতম হিসেবে পাঁচ হাজার রান করেন ভারতের ওপেনার স্মৃতি। মহিলাদের বিশ্বকাপে ভারত-অস্ট্রেলিয়া ম্যাচের আগে উদ্বোধন করা হল মিতালি রাজ স্ট্যান্ডের। বিশ্বকাপের অন্যতম রোমাঞ্চকর ম্যাচ ঘিরে টানটান উত্তেজনা ছিলই। টসে জিতে প্রথমে বোলিংয়ের সিদ্ধান্ত নেন অস্ট্রেলিয়া অধিনায়ক অ্যালিসা হিলি। তিনি জানিয়েছেন, দলে একটিমাত্র পরিবর্তন আনা হয়েছে। সোফি মলিনিউক্স ফিরেছেন, জর্জিয়া ওয়ারহাম বাদ পড়েছেন।

আরও পড়ুন:  তৃতীয় দিনে ফিল্ডিং করলেন না, কেমন আছেন সাই সুদর্শন? মেডিক্যাল আপডেট দিল বিসিসিআই...

অন্যদিকে, ভারতের অধিনায়ক হরমনপ্রীত কৌর কিছুটা সংশয় প্রকাশ করেছেন প্রথমে ব্যাট করতে নামা নিয়ে। এটি সেই একই ভেন্যু যেখানে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ভারত রান তাড়া করতে গিয়ে হেরে গিয়েছিল। তবে হরমানপ্রীত আশাবাদী অজিদের বিরুদ্ধে ম্যাচ নিয়ে। 

তিনি বলেন, '‘পিচ আগের ম্যাচের তুলনায় অনেক ভাল দেখাচ্ছে। একই একাদশ নিয়ে নামছি। কখনও জিতবেন, কখনও হারবেন সেটা তো আগে থেকে বলা যায় না। গুরুত্বপূর্ণ হল কীভাবে ফিরে আসা যায়। আমরা আগের ম্যাচে ৯৫ ওভার পর্যন্ত লড়াই করেছি, অনেক ইতিবাচক দিক রয়েছে।'

তবে ভারতের মহিলা দল যেভাবে খেলা শুরু করেছিল, তাতে আরও বেশি রান হতেই পারত। স্মৃতি মান্ধানা ও প্রতীক্ষা রাওয়াল ওপেন করতে নেমে ১৫৫ রান করেন। প্রতীক্ষা ৯৬ বলে ৭৫ রান করেন। ১০টি বাউন্ডারি ও একটি ছক্কায় সাজানো ছিল তাঁর ইনিংস। অন্যদিকে স্মৃতি ৬৬ বলে ৮০ রানের ইনিংস খেলেন। ৯টি বাউন্ডারি ও ৩টি ছক্কা হাংরান তিনি। যেভাবে শুরু করে দিয়েছিলেন প্রতীক্ষা ও স্মৃতি, সেই মোমেন্টাম ধরে রাখতে পারলেন না বাকিরা। বাংলার রিচা ঘোষ অবশ্য ২২ বলে ৩২ রানের এক ইনিংস খেলেন। হরলীন দেওল (৩৮), অধিনায়ক হরমনপ্রীত কৌর (২২) ও জেমাইমার (৩৩) জন্য ভারত শেষমেশ ৩৩০ রানে শেষ হয়। পুরো পঞ্চাশ ওভারও খেলতে পারল না ভারত। ৪৮.৫ ওভারে শেষ হয়ে গেল ভারতের ইনিংস। ভারতের পরের দুটো ম্যাচ ইংল্যান্ড ও নিউ জিল্যান্ডের সঙ্গে। ফলে অজিদের বিরুদ্ধে এই ম্যাচে জয় ভারতকে কিন্তু নক আউটে দৌড়ে রাখবে।  

আরও পড়ুন: ‘এতটা কষ্ট দিও না ওদের’, জয়সওয়ালের সঙ্গে দেখা হতেই ভারতীয় ওপেনারের কাছে বড়সড় অনুরোধ রাখলেন লারা...