আজকাল ওয়েবডেস্ক: রুদ্ধশ্বাস ফাইনালে পাকিস্তানকে হারিয়ে এশিয়া কাপ জিতেছে ভারত। এই নিয়ে নয় বার এশিয়া কাপ জিতল ভারত। টুর্নামেন্টে পাকিস্তানকে তিনটি ম্যাচেই হারিয়েছে টিম ইন্ডিয়া। যার প্রথম দুটি একপেশে ছিল। ফাইনালে অবশ্য জমজমাটি লড়াই হয়েছে।
এটা ঘটনা, এশিয়া কাপের ফাইনাল যেন ভারতীয়দের পাল্টা দেওয়ার মঞ্চ ছিল। প্রথম ইনিংসে হ্যারিস রউফকে আউট করার পর তাঁর বিমান নামানোর সেলিব্রেশনের পালটা দিয়েছিলেন জসপ্রীত বুমরা। এবার পাক স্পিনার আবরার আহমেদকে তাঁরই সেলিব্রেশনের নকল করে বাড়ি ফেরার রাস্তা দেখালেন জিতেশ শর্মা, অর্শদীপ সিং এবং হর্ষিত রানা।
আরও পড়ুন: মেলবোর্ন থেকে দুবাই, আক্রান্ত হ্যারিস রউফ, কখনও কোহলি, কখনও তিলকের হাতে হজম করলেন বেদম মার
কোনও ব্যাটারকে আউট করলে দাঁড়িয়ে পড়ে ঘাড় নাড়িয়ে বিশেষ ধরনের সেলিব্রেশন করেন পাকিস্তানের স্পিনার আবরার আহমেদ। অনেকেই সেটাকে অসভ্যতা হিসাবে দেখেন। চ্যাম্পিয়ন্স ট্রফিতে শুভমান গিলকে বোল্ড আউট করে এভাবে সেলিব্রেশন করেছিলেন আবরার। যদিও ভারতের বিরুদ্ধে তাঁর রেকর্ড বিশেষ সুবিধার নয়। চলতি এশিয়া কাপের তিন ম্যাচেও ভারতের বিরুদ্ধে খুব সুবিধা করতে পারেননি পাক স্পিনার। রবিবার ফাইনালে কৃপণ বোলিং করলেও উইকেট পেয়েছেন মাত্র একটা। সেটা শেষ ওভারে। শিবম দুবেকে ওই ওভারে আউট করে তিনি আবারও ওই বিশেষ সেলিব্রেশন করেন।
পাক তারকার ওই সেলিব্রেশন যে ভারতীয় তারকাদের পছন্দ হয়নি, সেটা বলার অপেক্ষা রাখে না। ম্যাচের শেষে দেখা যায়, এক ধারে পাশাপাশি দাঁড়িয়ে রয়েছেন জিতেশ শর্মা, অর্শদীপ সিং এবং হর্ষিত রানা। আবরারের ভঙ্গি নকল করে মাথা নাড়াতে দেখা যায় তাঁদের। ভাবখানা এমন যেন অনেক খেলেছ, এবার বিদায় হও।
তার আগে অবশ্য জসপ্রীত বুমরা হ্যারিস রউফের প্লেন ক্র্যাশ সেলিব্রেশনের জবাব দিয়েছেন। ম্যাচের বয়স তখন ১৭.৫ ওভার। বল করছিলেন বুমরা। সামনে হ্যারিস রউফ। বলের গতির কোনও কূলকিনারা পাননি রউফ। সঙ্গে সঙ্গে উইকেট ভেঙে যায়। তারপরই হাত দিয়ে বিমান নামানোর ভঙ্গি করেন বুমরা। ইঙ্গিত বুঝতে কারও অসুবিধা হওয়ার কথা নয়। যা দেখে ইরফান পাঠান লিখেছেন, ‘বিমান মাটিতে নামিয়ে দিলেন বুমরা।’ কেন্দ্রীয় মন্ত্রী কিরেন রিজিজু লিখেছেন, ‘এই জবাবটা পাকিস্তানের দরকার ছিল।’
এদিকে, টুর্নামেন্টে তিনবার পাকিস্তান বধ করল ভারত। চিরপ্রতিদ্বন্দ্বীদের হারিয়ে পরপর দু’বার ঘরে এল এশিয়া কাপ। প্রথম দিকে উইকেট নিয়ে পাকিস্তানি বোলাররা এমন সেলিব্রেশন করলেন যে শেষের দিকে পুরোপুরি ঝুলিয়ে দিয়ে নিজেদের মান ঠিক জায়গায় রেখে দিলেন। অন্যদিকে, সময় মতো সুযোগের সদ্ব্যবহার করে ম্যাচ পকেটে পুরে নিল ভারত। ম্যাচের হিরো চোখ বুজে তিলক ভার্মা। তাঁকে যোগ্য সঙ্গ দিলেন শিভম দুবে এবং ম্যাচ শেষ করলেন রিঙ্কু সিং।
পাকিস্তান শুরুর দিকে ভারতীয় ব্যাটারদের সমস্যায় ফেললেও শেষের দিকে ঠিকই নিজেদের চেনা ছন্দে ফিরল। পরপর ছক্কা খাওয়া, সময় মতো ক্যাচ মিস, ফিল্ডিং মিস সবই দেখা গেল। ভারতীয় ব্যাটাররা তারই সুযোগ নিয়ে নার্ভ ঠান্ডা রেখে ম্যাচ বের করলেন। সবই ঠিকঠাক করল টিম ইন্ডিয়া।
