আজকাল ওয়েবডেস্ক: ব্রোঞ্জ জিতে দেশে ফিরল ভারতীয় হকি দল। তবে সবাই ফেরেননি। অধিনায়ক হরমনপ্রীত সিং সহ একাধিক সদস্য দেশে ফিরলেও প্যারিসে রয়ে গিয়েছেন গোলকিপার শ্রীজেশ সহ অমিত রুইদাস, রাজ কুমার পাল, অভিষেক, সুখজিত সিং ও সঞ্জয়। তার মধ্যে অলিম্পিক সমাপ্তি অনুষ্ঠানে ভারতের পতাকা বহন করবেন মানু ভাকের ও শ্রীজেশ।
শনিবার সকালে দিল্লিতে নামেন হরমনপ্রীতরা। ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে স্বাগত জানানো হয় হরমনপ্রীতদের। প্রত্যেককে গোলাপ ফুল দিয়ে অভ্যর্থনা জানানো হয়। বাজানো হয় ঢোল। বিমানবন্দরে নেমে হরমনপ্রীত জানান, ‘প্রত্যেকের সমর্থন পেয়েছি। লক্ষ্য পূরণ করতে পেরেছি। সবাইকে ধন্যবাদ। আমরা গর্বিত।’ তাঁর কথায়, ‘এটা একটা বড় কৃতিত্ব। পরপর দু’বার ব্রোঞ্জ পেলাম। সবসময়ই লক্ষ্য ছিল মাঠে নামলে যেন পদক জিততে পারি।’
এই নিয়ে ভারতীয় দল অলিম্পিক হকিতে ১৩ পদক পেল। তার মধ্যে আটটি সোনা, একটি রুপো ও চারটি ব্রোঞ্জ। ১৯৭২ সালের পর এই প্রথম টানা দুটো অলিম্পিকে ভারত হকিতে পদক পেল।
শনিবার সকালে দিল্লিতে নামেন হরমনপ্রীতরা। ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে স্বাগত জানানো হয় হরমনপ্রীতদের। প্রত্যেককে গোলাপ ফুল দিয়ে অভ্যর্থনা জানানো হয়। বাজানো হয় ঢোল। বিমানবন্দরে নেমে হরমনপ্রীত জানান, ‘প্রত্যেকের সমর্থন পেয়েছি। লক্ষ্য পূরণ করতে পেরেছি। সবাইকে ধন্যবাদ। আমরা গর্বিত।’ তাঁর কথায়, ‘এটা একটা বড় কৃতিত্ব। পরপর দু’বার ব্রোঞ্জ পেলাম। সবসময়ই লক্ষ্য ছিল মাঠে নামলে যেন পদক জিততে পারি।’
এই নিয়ে ভারতীয় দল অলিম্পিক হকিতে ১৩ পদক পেল। তার মধ্যে আটটি সোনা, একটি রুপো ও চারটি ব্রোঞ্জ। ১৯৭২ সালের পর এই প্রথম টানা দুটো অলিম্পিকে ভারত হকিতে পদক পেল।
