আজকাল ওয়েবডেস্ক: ফিফার ক্রমতালিকায় ১৩৩ নম্বরে ছিল ভারত। খালিদ জামিলের ১৩৩ নম্বর দল কাফা নেশনস কাপে গিয়ে ব্রোঞ্জ জেতে। ভারতের থেকে ক্রমতালিকায় এগিয়ে থাকা তাজিকিস্তান ও ওমানকে মাটি ধরায়।
তবুও ফিফার প্রকাশিত নতুন ক্রমতালিকায় ভারত নেমে গেল আরও এক ধাপ। ১৩৩ থেকে ভারত এখন ১৩৪ নম্বরে। ক্রমশ পিছিয়েই চলেছে ভারতীয় ফুটবল।বিদেশি কোচরা যা করতে পারেননি এতদিন, খালিদ জামিল প্রথম সুযোগেই তাই করে দেখান। জিততে ভুলে যাওয়া, হারের ভুলভুলাইয়ায় পথ হারানো এক দলকে নিয়ে খালিদ জামিল বিদেশের মাটিতে তৃতীয় স্থান দখল করেন। আটটি দেশের মধ্যে ভারত তৃতীয়। এ-ও তো গর্বেরই বিষয়। ইরান, ওমান, তাজিকিস্তানের মতো দেশের সঙ্গে পাল্লা দিয়ে লড়লেন ছাংতে, গুরপ্রীতরা।
নেশনস কাপের শুরুতে কে ভাবতে পেরেছিলেন, শক্তিশালী দলগুলোর বিরুদ্ধে লড়ে তৃতীয় স্থান দখল করবে ভারত! খেলোয়াড় ছাড়া নিয়ে দড়ি টানাটানি ছিল। ছিল খালিদকে নিয়ে প্রশ্নও। কেউ কি ভেবেছিলেন তারকাহীন একটা দলের ভিতরে খালিদ তাঁর মতোই জেদ, লড়াকু মানসিকতা ঢুকিয়ে দিতে পারবেন? ফিফার ক্রম তালিকায় ১৩৩ নম্বরে থাকা এক দেশ হারিয়ে দিল ৭৯ নম্বরের এক দেশকে। এমন কথাও কি কেউ চিন্তা করতে পেরেছিলেন? খালিদ জামিল হয়তো বিশ্বাস করেছিলেন। তাই তিনি ও তাঁর ছেলেরা বিদেশের মাঠে অবিশ্বাস্য এক কীর্তি তৈরি করেন। তাতেও অবশ্য ক্রমতালিকায় উন্নতি হল না। উলটে এক ধাপ পিছিয়ে গেল।
এদিকে আড়াই বছর পরে জায়গাচ্যুত হল বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনার। দীর্ঘ সময় পুরুষদের ফিফা র্যাঙ্কিংয়ে শীর্ষস্থান ধরে রেখেছিল লিও মেসির আর্জেন্টিনা। কাতারে গিয়ে ইতিহাস লিখে এসেছিল নীল-সাদা জার্সিধারীরা। বৃহস্পতিবারের প্রকাশিত ফিফার ক্রমতালিকায় মেসির দেশ এখন তিন নম্বরে নেমে গিয়েছে। এক নম্বর স্থানে পৌঁছে গিয়েছে স্পেন। বুল ফাইটিংয়ের দেশ ২০১০ সালে বিশ্বচ্যাম্পিয়ন হয়েছিল। ২০১৪ সালের জুনে শেষবারের মতো একনম্বরে ছিল জাভি-ইনিয়েস্তার দেশ। তার পরে আবার এই পঁচিশে এক নম্বর হল স্পেন। মাঝে অবশ্য কেটে গিয়েছে দীর্ঘ সময়। আর্জেন্টিনা শীর্ষস্থান ধরে রেখেছিল ২০২৩ সালের এপ্রিল থেকে। তার পরে আর্জেন্টিনাকে সরানো যায়নি।
ক্রমতালিকায় কেন নেমে গেল আর্জেন্টিনা? বিশ্বকাপের বাছাই পর্বে নীল-সাদা জার্সিধারীরা হেরে যায় ইকুয়েডরের কাছে। সেই ম্যাচে অবশ্য নীল-সাদা জার্সিধারীদের হয়ে ছিলেন না লিও মেসি। তার আগে ঘরের মাঠে ভেনেজুয়েলার বিরুদ্ধে খেলেছিলেন এলএম ১০। সেই ম্যাচে জোড়া গোল করেছিলেন মেসি।
এমবাপের ফ্রান্স এখন দুই নম্বরে। ক্রমতালিকায় পিছিয়ে গিয়েছে ব্রাজিলও। সেলেকাওরা এখন ছয় নম্বরে। রোনাল্ডোর পর্তুগাল এখন পাঁচ নম্বরে। চার নম্বরে ইংল্যান্ড। নেদারল্যান্ডস, বেলজিয়াম, ক্রোয়েশিয়া ও ইতালি যথাক্রমে সপ্তম, অষ্টম, নবম ও দশম স্থানে। জার্মানি দ্বাদশ স্থানে। ১৫ নম্বরে উরুগুয়ে।
আরও পড়ুন: হতাশ করলেন নীরজ, বিশ্ব অ্যাথলেটিক্সে আট নম্বরে শেষ করলেন সোনার ছেলে...
