আজকাল ওয়েবডেস্ক: নাটকের পর নাটক! এশিয়া কাপ জুড়ে বিতর্ক আর বিতর্ক। খেলাতে বিতর্ক। পুরস্কার বিতরণী অনুষ্ঠানেও তাই। ভারত চ্যাম্পিয়নের ট্রফি নিতে অস্বীকার করে। পাকিস্তান অধিনায়ক সলমন আলি আঘা আরও ন্যক্করজনক ঘটনা ঘটিয়েছেন। সর্বসমক্ষে তিনি রানার্স আপের চেক ছুড়ে ফেলে দিয়েছেন। ৭৫ হাজার মার্কিন ডলারের চেক সলমন আলি আঘার হাতে তুলে দেন মহসিন নকভি। মঞ্চ থেকে নেমে যাওয়ার সময়ে সলমন আলি আঘা সেই চেক ছুড়ে ফেলে দেন। তাঁর কাণ্ড দেখে মঞ্চে উপস্থিত সবাই হতবাক।
টানটান উত্তেজনার ফাইনালের শেষেও রইল টানটান নাটক। পাকিস্তানকে চরম শিক্ষা দিল ভারতীয় ক্রিকেটাররা। দুবাইয়ের রাতে সূর্যোদয়ের এক ঘণ্টা পরে শুরু হয় পুরস্কার বিতরণী অনুষ্ঠান। মঞ্চে তখন ছিলেন এশিয়ান ক্রিকেট কাউন্সিল ও পাকিস্তান ক্রিকেট বোর্ডের প্রধান মহসিন নকভি। কিন্তু ভারতীয় ক্রিকেটারদের ধর্নুভাঙা পণ। কিছুতেই নকভির হাত থেকে তাঁরা ট্রফি নেবেন না। শেষমেশ চূড়ান্ত অসম্মানিত-অপমানিত নকভি ট্রফি নিয়েই চলে গেলেন। ভারতীয় ক্রিকেটাররা ট্রফি ছাড়াই উদযাপন করেন।
সূর্যকুমার যাদব সেই ট্রফি বিতর্ক প্রসঙ্গে বলেন, ''আমরা মোটেও দরজা বন্ধ করে দিইনি। ড্রেসিংরুমের ভিতরেও বসে থাকিনি। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে কাউকে অপেক্ষাতেও রাখিনি। ট্রফি নিয়ে পালিয়ে গেল ওরা। এটাই আমি দেখেছি। কিছু লোক আমাদের ভিডিও করেছে। তবে আমরা ড্রেসিং রুমের ভিতরে যাইনি।''
ভারত অধিনায়ক পরিষ্কার করে দেন, তাঁদের উপরে ভারত সরকার বা বোর্ডের তরফ থেকে কোনও নিষেধাজ্ঞা ছিল না। এটা সম্পূর্ণ ভাবে ভারতীয় ক্রিকেট দলের সিদ্ধান্ত। সূর্য বলেছেন, ''প্রথমত, পরিষ্কার করে দিই, সরকার বা বিসিসিআই-এর পক্ষ থেকে টুর্নামেন্ট চলাকালীন আমাদের কিছু জানানো হয়নি। এও বলা হয়নি যে এর হাত থেকে ট্রফি নেবে না। আমরা মাঠেই সিদ্ধান্ত নিয়েছি। এসিসি আধিকারিকরা মঞ্চে ছিল আর আমরা নীচে দাঁড়িয়ে ছিলাম। আমি দেখেছি মঞ্চে ওরা কীসব যেন বলছে। কী বলছিল, সেটাও আমার জানা নেই। দর্শকদের মধ্যে অনেকেই গালমন্দ করছিলেন। তার পর আমাদের চোখে পড়ে ওদের কোনও প্রতিনিধি ট্রফি নিয়ে পালিয়ে গেল।''
বিসিসিআই বলছে, এসিসি প্রেসিডেন্ট নকভি ট্রফি চুরি করেছেন। বোর্ড সচিব দেবজিৎ সইকিয়া বলছেন, ''আমরা নকভির হাত থেকে ট্রফি নেব না আগেই ঠিক করেছিলাম। তার মানে এটা নয় যে উনি ট্রফি নিয়ে পালিয়ে যাবেন। আশা করি দ্রুত ট্রফি আর মেডেলগুলো ভারতে ফিরিয়ে দেওয়া হবে।'’ সাইকিয়া জানিয়েছেন, ‘'নভেম্বরে আইসিসির কনফারেন্স। সেখানে এসিসি সভাপতির বিরুদ্ধে আমরা কঠোর অভিযোগ জানাব।’'
ভারতকে ট্রফি না দেওয়া হলেও বিসিসিআই থেকে ঘোষণা করা হয়েছে টিম ইন্ডিয়াকে ২১ কোটি টাকা দেওয়া হবে। যা এশিয়া কাপের পুরস্কার মূল্যের থেকে কয়েকগুণ বেশি হবে। সেই সঙ্গে পাকিস্তানকে খোঁচা দিয়ে লেখা হয়েছে, ‘'৩টে ধামাকা, শূন্য প্রত্যুত্তর, এশিয়া কাপ চ্যাম্পিয়ন, বার্তা পৌঁছে গিয়েছে।’'
আরও পড়ুন: এশিয়া কাপ ফাইনালের ক্ষতে প্রলেপ পড়ছে না শোয়েবের, সব দোষ চাপালেন এর উপরে, বললেন 'নির্বোধের মতো...'
