আজকাল ওয়েবডেস্ক: মেরি কমের বিবাহবিচ্ছেদ আসন্ন। সূত্রের খবর এমনটাই। ৬ বারের বিশ্বচ্যাম্পিয়ন বক্সার ২০০৫ সালে বিয়ে করেছিলেন কারুং ওনখোলের ওরফে ওনলারকে। তারপর দীর্ঘ সময় তাঁরা একসঙ্গে কাটিয়েছেন। চার সন্তান রয়েছে তাঁদের। কিন্তু সমস্যার সূত্রপাত ২০২২ সালে মণিপুর বিধানসভা ভোটে ওনলারের হারের পর থেকেই শুরু হয়। জানা যায় নির্বাচনী প্রচারে এই দম্পতি খরচ করেছিলেন ২ থেকে ৩ কোটি টাকা। কিন্তু হারটা কেউই মেনে নিতে পারেননি।
এক সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে খবর, স্বামী নির্বাচনে হারের পর থেকেই চার সন্তানকে নিয়ে মেরি থাকছেন ফরিদাবাদে। আর ওনলার থাকেন দিল্লিতে।
ওই প্রতিবেদনে দাবি করা হয়েছে, ‘নির্বাচনী প্রচারে এত টাকা খরচ করার পরেও হারটা মেনে নিতে পারেননি কেউ। তার উপর নির্বাচনী প্রচারে এত টাকা খরচ করাটাও মেরি মেনে নিতে পারেননি। এখন সন্তানদের নিয়ে ফরিদাবাদের বাড়িতে থাকে মেরি কম।’ ওই প্রতিবেদনে আরও দাবি করা হয়েছে, ওনলার রাজনীতিতে প্রবেশ করতে চাননি। কিন্তু স্ত্রীর জেদাজেদিতেই তিনি ভোটে দাঁড়াতে রাজি হন।
দম্পতির তরফে বিবাহবিচ্ছেদ নিয়ে কোনও কথাই বলা হয়নি। তবে দম্পতির ঘনিষ্ঠ সূত্রে দাবি করা হয়েছে, বিবাহবিচ্ছেদের গুজব সত্যি হওয়ার যথেষ্ট সম্ভাবনা রয়েছে। সূত্রের আরও খবর, মেরি অন্য একজনের সঙ্গে নাকি সম্পর্কে রয়েছেন। সম্প্রতি মেরির একটি পোস্টে এই জল্পনা আরও ছড়িয়েছে।
সূত্রের আরও খবর, স্ত্রী চলে যাওয়ায় রীতিমতো ভেঙে পড়েছেন ওনলার। ওই প্রতিবেদনে দাবি করা হয়েছে, বরাবরই স্ত্রীকে সমর্থন করে এসেছেন ওনলার। এই ঘটনায় যথেষ্ট দুঃখ পেয়েছেন।
