আজকাল ওয়েবডেস্ক: ইডেনে ধরাশায়ী হওয়ার পর টেস্ট সিরিজে সমতা ফেরানোর লক্ষ্য নিয়ে নেমেছে টিম ইন্ডিয়া। কিন্তু গুয়াহাটিতে প্রথম দুই সেশনের পর কিছুটা পাল্লাভারী দক্ষিণ আফ্রিকার। ২ উইকেট হারিয়ে প্রোটিয়াদের রান ১৫৬। দুই সেশনে দুটো উইকেট প্রাপ্তি ভারতীয় বোলারদের। উইকেট ভাগ করেন নেন যশপ্রীত বুমরা এবং কুলদীপ যাদব। আগের দিনই টসে জিতে ব্যাট করার ইঙ্গিত দিয়েছিলেন তেম্বা বাভুমা‌। জানান, গুয়াহাটির উইকেট অনেক বেশি ট্র্যাডিশনাল। অর্থাৎ, প্রথম দু'দিন ব্যাট করার জন্য উপযুক্ত। তৃতীয় দিন থেকে স্পিনারদের কেরামতি শুরু হবে। কথা অনুযায়ী কাজ। চোট পেয়ে শুভমন গিল ছিটকে যাওয়ায় দ্বিতীয় টেস্টে অধিনায়ক ঋষভ পন্থ। কিন্তু নেতা বদলালেও ভারতের টস ভাগ্যে কোনও পরিবর্তন নেই। গুয়াহাটিতেও টসে হার। অর্থাৎ, পছন্দ মতো সিদ্ধান্ত নেওয়ার সুযোগ পেয়ে যান দক্ষিণ আফ্রিকার অধিনায়ক। 

দ্বিতীয় টেস্টে ভারতীয় দলে দুটো পরিবর্তন হয়। শুভমন গিলের জায়গায় সুযোগ পান সাই সুদর্শন। বাদ পড়েন অক্ষর প্যাটেল। তিন স্পিনারের পাশাপাশি তিন পেসার নিয়ে দল সাজানো  হয়। সুযোগ পান নীতিশ কুমার রেড্ডি। কিন্তু শুরুতে প্রোটিয়াদের ঘায়েল করতে যথেষ্ঠ বেগ পেতে হয় বুমরা, সিরাজদের। শুরুটা ভাল করে দক্ষিণ আফ্রিকার ওপেনিং জুটি। গুয়াহাটি টেস্টের সময়ে বেশ কিছু পরিবর্তন হয়েছে। ভারতের এই প্রান্তে দ্রুত সূর্যোদয় এবং সূর্যাস্ত হওয়ায় আধ ঘণ্টা আগে শুরু হয় টেস্ট। মধ্যাহ্নভোজের আগেই হয় চা-পানের বিরতি। সেই সময় ১ উইকেট হারিয়ে দক্ষিণ আফ্রিকার রান ছিল ৮২। ৩৮ রানে আউট হন আইডেন মার্করাম। প্রথম সেশন শেষ হওয়ার অন্তিমলগ্নে তাঁকে বোল্ড করেন বুমরা। ৮২ রানে প্রথম উইকেট হারায় দক্ষিণ আফ্রিকা। 

বিরতির পরই আসে দ্বিতীয় সাফল্য। দ্বিতীয় সেশনের প্রথম ওভারেই সেট ওপেনার রায়ান রিকেলটনকে ফেরান কুলদীপ যাদব। ৩৫ রানে উইকেটের পেছনে পন্থের হাতে ধরা পড়েন। ৮২ রানেই দ্বিতীয় উইকেট হারায় প্রোটিয়ারা। ইউয়ান মুল্ডারের জায়গায় ট্রিস্টান স্টাবসকে ওয়ান ডাউনে প্রোমোট করা হয়। স্ট্র্যাটেজি কাজে লাগে। অধিনায়ক তেম্বা বাভুমা‌র সঙ্গে মিলে দ্বিতীয় উইকেটে ৭৪ রান যোগ করেন। মধ্যাহ্নভোজের বিরতিতে ৩২ রানে অপরাজিত স্টাবস। ৩৬ রানে ব্যাট করছেন বাভুমা। ইডেন টেস্টের পর আবার ব্যাট হাতে সফল দক্ষিণ আফ্রিকার অধিনায়ক।