আজকাল ওয়েবডেস্ক: দক্ষিণ আফ্রিকার দ্বিতীয় ইনিংস শেষ হল ১৫৩ রানে। একা লড়লেন প্রোটিয়া অধিনায়ক তেম্বা বাভুমা। ইডেন গার্ডেন্সে জয়ের জন্য় ভারতকে করতে হবে ১২৪ রান। এক ওভারে দুটো উইকেট তুলে নিয়ে দক্ষিণ আফ্রিকার ইনিংস শেষ করেন মহম্মদ সিরাজ। রবীন্দ্র জাদেজার চার উইকেটের পাশাপাশি কুলদীপ যাদব ও মহম্মদ সিরাজ নেন ২টি করে উইকেট। বুমরাহ ও অক্ষর প্যাটেল নেন একটি করে উইকেট।
ইডেনের পিচ নিয়ে চলছে চর্চা। চলছে বিতর্ক। কিন্তু প্রোটিয়া অধিনায়ক দেখিয়ে দিলেন, পিচকে বশ মানানো সম্ভব। দরকার দক্ষতা। দরকার সঠিক রক্ষণাত্মক রণনীতি। ভারতীয় বোলাররা সবাইকে ফেরালেও বাভুমাকে আউট করতে পারেননি। তিনি শেষ পর্যন্ত ৫৫ রানে অপরাজিত থেকে যান।
দ্বিতীয় দিনের শেষে প্রোটিয়াদের রান ছিল ৭ উইকেটে ৯৩। দক্ষিণ আফ্রিকা এগিয়েছিল ৬৩ রানে। রবি-সকালে আরও ৬০ রান জোড়ে দক্ষিণ আফ্রিকা। কর্বিন বশকে (২৫) সঙ্গে নিয়ে বাভুমা প্রতিরোধ গড়ে তুলছিলেন। ভারতীয়রা উইকেট তুলতে মরিয়া ছিলেন। কর্বিন বশকে বোল্ড করে বুমরাহ প্রথম আঘাত হানেন। স্কোরবোর্ডে দক্ষিণ আফ্রিকার রান তখন ১৩৫। প্রোটিয়াদের দ্বিতীয় ইনিংসে শেষ দু'টি উইকেট তুলে নেন সিরাজ।
ভারতে এসে চিরকালই দক্ষিণ আফ্রিকা ব্যর্থ হয়েছে। এবারও কি সেটাই হতে চলেছে? তবে রান তাড়া করতে নেমে ভারতকে সতর্ক থাকতে হবে। কারণ অধিনায়ককে ছাড়াই খেলতে হবে ভারতকে। ইডেন গার্ডেন্স টেস্ট থেকে ছিটকে গেলেন গিল। রবিবার জানিয়ে দিল ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড।
শনিবার সকালে ব্যাট করতে নেমে কিছুক্ষণ পরই রিটায়ার্ড হার্ট হয়ে মাঠ ছাড়তে বাধ্য হন অধিনায়ক শুভমন গিল।
ওয়াশিংটন সুন্দর আউট হওয়ার পর ৩৫তম ওভারে নেমে আত্মবিশ্বাসের সঙ্গে ইনিংসের সূচনা করেছিলেন তিনি। সাইমন হার্মারের বলে দারুণ এক বাউন্ডারিতে ইনিংস শুরু করেন, কিন্তু অল্প সময়ের মধ্যেই চোটের কারণে তাকে মাঠ ত্যাগ করতে হয়।
