আজকাল ওয়েবডেস্ক: টস জিতল ভারত। প্রথমে ব্যাট না করে বল করার সিদ্ধান্ত নিলেন ভারত অধিনায়ক সূর্যকুমার যাদব। বুধবার এশিয়া কাপে অভিযান শুরু করছে ভারত। সূর্যদের প্রতিপক্ষ সংযুক্ত আরব আমিরশাহি। ১৫ ম্যাচ পর টস জিতল ভারত।
এশিয়া কাপে প্রথম একাদশে সুযোগ পাবেন সঞ্জু স্যামসন? এনিয়ে গোটা দেশ তোলপাড় ছিল ম্যাচের আগে। শোনা যাচ্ছিল সঞ্জুর পরিবর্তে জীতেশ খেলবেন। কিন্তু ভারতের প্রথম একাদশে রয়েছেন সঞ্জু। আট জন ব্যাটার নিয়ে খেলতে নেমেছে ভারত। পাঁচ বোলার সূর্যকুমারের অস্ত্র। অর্শদীপ সিংকে বেঞ্চে বসিয়ে খেলতে নেমেছে ভারত।
ফেব্রুয়ারির পর এই প্রথম টি-টোয়েন্টি খেলছে ভারত। ইংল্যান্ডকে ঘরোয়া সিরিজে ৪-১-এ হারিয়েছিল ভারত। এশিয়া কাপে শক্তির নিরিখে বিচার করলে ভারত বাকিদের থেকে এগিয়ে অনেকটাই। এশিয়া কাপের বল গড়ানোর আগে নানা মুণির নানা মত।
শক্তির দিক থেকে ভারতের কাছাকাছি কোনও দলই নেই। ভারত, পাকিস্তান ও শ্রীলঙ্কা এশিয়া কাপে একাধিকবার খেতাব জিতেছে। বাংলাদেশ দু'বার ফাইনালে নেমেছে। ভারত টুর্নামেন্ট শুরুর আগেই অশ্বিন বলেছেন, ''বাংলাদেশকে নিয়ে কথা বলার মতো কিছুই নেই। ভারতের সঙ্গে কীভাবে লড়বে?'' বিশেষজ্ঞরা মনে করছেন, সংযুক্ত আরব আমিরশাহারি বিরুদ্ধে বেশি ব্যাট করার সুযোগ ভারত পাবে না। কারণ ধারে ও ভারে এই সংযুক্ত আরব আমিরশাহি অনেক শক্তিশালী। শুরুতে বল করে আমিরশাহিকে কম রানে আটকে রাখাই আসল উদ্দেশ্য ভারতের। আমিরশাহির ম্যানেজার আবার লালচাঁদ রাজপুত। ২০০৭ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপে রাজপুত ছিলেন ভারতের ম্যানেজার। এখন তিনি আমিরশাহির মস্তিষ্ক।
অশ্বিন আরও বলেন, ''দক্ষিণ আফ্রিকাকে এই টুর্নামেন্টে নেওয়া যেতে পারে। এশিয়া কাপকে আফ্রো-এশিয়া কাপের রূপ দেওয়া যেতে পারে। আমার মতে ভারত-এ দলকে নিয়ে এই টুর্নামেন্ট করা উচিত।''
অশ্বিনের সংযোজন, ''আমি আশা করব, অন্য কোনও দল যেন এই টুর্নামেন্ট জেতে। তাহলে এশিয়া কাপে প্রতিদ্বন্দ্বিতা দেখা যাবে।'' ভারতকে হারানো কীভাবে সম্ভব? অশ্বিন উপায় বাতলাচ্ছেন, ''ভারতকে হারানোর একমাত্র উপায় হতে পারে, নিজেদের দিনে ভারতকে ১৫৫ রানে আটকে রাখা। টি-টোয়েন্টি ক্রিকেটে যখন যা খুশি হতে পারে। তবে মনে হচ্ছে ভারত এই টুর্নামেন্টকে একতরফা বানিয়ে ফেলবে।''
ভারতের প্রথম একাদশ- শুভমান গিল, অভিষেক শর্মা, সূর্যকুমার যাদব, তিলক ভার্মা, সঞ্জু স্যামসন, শিবম দুবে, হার্দিক পাণ্ডিয়া, অক্ষর প্যাটেল, বরুণ চক্রবর্তী, জশপ্রীত বুমরাহ ও কুলদীপ যাদব।
আরও পড়ুন: সঞ্জু না জিতেশ? কে থাকবেন দলে! খেলা শুরুর কয়েক ঘণ্টা আগে ইঙ্গিতপূর্ণ পোস্ট বিসিসিআইয়ের...
