আজকাল ওয়েবডেস্ক: নাটকীয়তায় মোড়া এক ফাইনাল হল সাফ অনূর্ধ্ব ১৭ প্রতিযোগিতায়। এবার নিয়ে সপ্তমবার সাফ চ্যাম্পিয়নশিপ জিতে নিল ভারত। পেনাল্টি শুট আউটে ভারত ৪-১-এ বাংলাদেশকে হারায়। নির্ধারিত সময়ের খেলা ২-২ গোলে শেষ হয়। তার পর পেনাল্টি শুট আউটে ভারত চ্যাম্পিয়ন হয়

বিরতির সময়ে ভারত ২-১ গোলে এগিয়ে ছিল। ৪ মিনিটে গাংতে ও ৩৮ মিনিটে আজলান শাহের গোলে ভারত এগিয়েছিল। কিন্তু বাংলাদেশও কম যায়নি। তারা সমতা ফেরায় ম্যাচে। কিন্তু পেনাল্টি শুট আউটে ভারত শেষ হাসি হাসে। 

আরও পড়ুন: এশিয়া কাপ ফাইনালের আগে গুরুত্বপূর্ণ এই কাজটাই করলেন না অভিষেকরা? কিন্তু কেন? ...

গত বছরও সাফ অনূর্ধ্ব ১৭ ফুটবলের ফাইনালে ভারতের কাছে হেরে যাওয়ায় খেতাব জিততে পারেনি বাংলাদেশ। শুধু সাফ অনূর্ধ্ব ১৭ নয়, বয়সভিত্তিক সাফে টানা চতুর্থবার ভারতের কাছে ফাইনালে হারল বাংলাদেশ। খেলার চার মিনিটে বক্সের ভিতর থেকে দারুণ শটে০ করেন গাংতে। ২৫ মিনিটে কর্নার থেকে হেডে বাংলাদেশের হয়ে সমতা ফেরান মানিক।

৩৮ মিনিটেকরেন ভারতের আজলান শাহপাঁচ মিনিট অতিরিক্ত সময় দেওয়া হয়সেই সময়ের শেষ মিনিটে সাবির ইসলামের লম্বা থ্রো থেকে ২-২ করেন হাবিবটাইব্রেকারে ভারত মুন্সিয়ানা দেখিয়ে চ্যাম্পিয়ন হয়ে যায়। 

এই সাফ চ্যাম্পিয়নশিপেই ভারত-পাক ফুটবল ম্যাচে বিতর্ক হয়। এশিয়া কাপে ভারত-পাক ম্যাচে হ্যারিস রউফের অঙ্গভঙ্গি নিয়ে তৈরি হয়েছে বিতর্ক। অনূর্ধ্ব ১৭ সাফ চ্যাম্পিয়নশিপে ভারত-পাক ফুটবল ম্যাচে পাক ফুটবলারের 'চা উদযাপননিয়ে চর্চা হচ্ছে খুব। ৩১ মিনিটে ভারতকে এগিয়ে দেন গাংতে। ভারত বেশিক্ষণ লিড ধরে রাখতে পারেনি। গোল করার ১২ মিনিট পরেই পেনাল্টি থেকে সমতা ফেরায় পাকিস্তান। স্পট কিক থেকে গোলটি করেন আবদুল্লা। বিরতির সময় খেলার ফল ছিল ১-১। আবদুল্লা গোলের পরই বিচিত্র ভঙ্গি করতে থাকেন।

গোল করার পর তিনি কর্নার ফ্ল্যাগের দিকে দৌড় শুরু করেন। মাটিতে বসে চা খাওয়ার ভঙ্গি করেন। সেই উদযাপনের ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায়। পরে সেলিব্রেশন করে বিমান ভেঙে পড়ার ভঙ্গি দেখান।

গোল করার পরে আবদুল্লা কেন চা খাওয়ার ভঙ্গি করলেনএই সেলিব্রেশন দেখে অনেকেই ফিরে যাচ্ছেন ২০১৯ সালে। পাকিস্তান বন্দি করেছিল ভারতীয় বিমানবাহিনীর উইং কমান্ডার অভিনন্দন বর্তমানকে। ছড়িয়ে পড়া এক ভিডিওয় দেখা যায় তিনি চা খাচ্ছেন। পাকিস্তানের অনূর্ধ্ব ১৭ ফুটবলার আবদুল্লার চা খাওয়ার ভঙ্গির সঙ্গে অনেকেই অভিনন্দনের চা খাওয়ার ঘটনার মিল খুঁজে পাচ্ছেন।

এশিয়া কাপে সুপার ফোরের ভারত-পাক ম্যাচে গ্যালারি থেকে বারবার বিরাট কোহলির নাম ধরে স্লোগান দিচ্ছিলেন ভারতের সমর্থকরা। তাঁদের সেই স্লোগানের জবাবে হ্যারিস রাউফ যুদ্ধবিমান পতনের ইশারা করেন। কলম্বোয় আবদুল্লাও সেই ইঙ্গিতই করেছিলেন। হ্যারিস রউফের ইঙ্গিতের সঙ্গে আবদুল্লার ইঙ্গিত মিলে যাচ্ছে। পাক ফুটবলারের এহেন ইঙ্গিত বিতর্ক তৈরি করেছিল।

আরও পড়ুন: এশিয়া কাপে দারুণ ছন্দে অভিষেক, কোহলিকে ছাপিয়ে নতুন রেকর্ডের মালিক বাঁ হাতি ওপেনার ...