আজকাল ওয়েবডেস্ক: টেস্ট সিরিজেও প্রাধান্য দেখিয়েছে রোহিত শর্মার টিম ইন্ডিয়া। টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে সূর্যকুমার যাদবের ভারতের আধিপত্য দেখল গোয়ালিয়র। তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচ খুব সহজেই জিতে ভারত আপাতত সিরিজে ১-০-এ এগিয়ে গেল।
প্রথম টি-টোয়েন্টি ম্যাচ সূর্যকুমার যাদবের দল জিতে নিল ১১.৫ ওভারেই। বিন্দুমাত্র লড়াই করতে পারল না টাইগাররা। ১৯.৫ ওভারে বাংলাদেশ করেছিল ১২৭ রান। ভারত সেই রান তুলে নেয় তিন উইকেট হারিয়েই। দল হিসেবে ভারতকে উজ্জ্বল দেখাল। তবে ব্যাট হাতে যাবতীয় নজর কেড়ে নেন হার্দিক পাণ্ডিয়া। তাঁর শটে ফুটে উঠছিল ঔদ্ধত্য। পাণ্ডিয়ার শরীর ভাষা যেন ফুটে উঠেছিল গোটা দলের মধ্যে। লড়াইটা বাংলাদেশের সঙ্গে নয়। লড়াইটা যেন ছিল নিজেদের সঙ্গেই।
রোহিত শর্মার ভারত ক্যারিবিয়ান ভূম থেকে টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতেছে। সূর্যকুমার যাদবের এই দল দ্বিতীয় সারির। সেই দল বাংলাদেশকে উড়িয়ে দিয়ে প্রমাণ করে দিল, তারাও তৈরি।
টস জিতে এদিন বাংলাদেশকে প্রথমে ব্যাট করতে পাঠায় ভারত। টাইগারদের মধ্যে মেহেদি হাসান মিরাজ সর্বোচ্চ ৩৫ রান করেন। প্রথম থেকেই উইকেট হারাল বাংলাদেশ। পার্টনারশিপ গড়ে উঠল না। বাংলাদেশের ব্যাটাররা এলেন আর গেলেন। ভারতীয় বোলারদের মধ্যে অর্শদীপ সিং ৩টি, বরুণ চক্রবর্তী ৩টি উইকেট নেন। হার্দিক পাণ্ডিয়া, মায়াঙ্ক যাদব ও ওয়াশিংটন সুন্দর ১টি করে উইকেট নেন।
গোয়ালিয়রের সিন্ধিয়া ক্রিকেট স্টেডিয়ামে এটাই ছিল প্রথম আন্তর্জাতিক টি-টোয়েন্টি। বাংলাদেশের রান তাড়া করতে নেমে ভারতীয় ব্যাটাররা মারমুখী ব্যাটিং করলেন। সঞ্জু স্যামসন (২৯), অভিষেক শর্মা (১৬) ও সূর্যকুমার যাদব (২৯) ফিরে যাওয়ার পরে হার্দিক পাণ্ডিয়া (৩৯ অপরাজিত) ও নীতীশ কুমার (১৬ অপরাজিত) ভারতকে ম্যাচ জেতান। হার্দিক পাণ্ডিয়া অবিশ্বাস্য কিছু শট খেলেন। ৪৯ বল বাকি থাকতে ম্যাচ জিতে নেয় ভারত।
