আজকাল ওয়েবডেস্ক: পহেলগাঁওয়ে জঙ্গিহানার পর ভারত-পাকিস্তানের রাজনৈতিক সম্পর্ক তলানিতে ঠেকেছে। যার প্রভাব পড়ে দুই দেশের ক্রিকেটীয় সম্পর্কেও। সম্প্রতি কিংবদন্তিদের বিশ্ব চ্যাম্পিয়নশিপে দু'বার মুখোমুখি হওয়ার কথা ছিল ভারত-পাকিস্তানের। কিন্তু দুটো ম্যাচই পরিত্যক্ত হয়। পাকিস্তানের বিরুদ্ধে খেলতে চায়নি ভারতের কিংবদন্তিরা। এমনকী সেমিফাইনালেও নামেনি। একইভাবে এশিয়া কাপে ভারত-পাকিস্তান ম্যাচের ভাগ্য ঝুলে রয়েছে। ১৪ সেপ্টেম্বর দুবাইয়ে মুখোমুখি হওয়ার কথা ভারত-পাকিস্তানের। এরপর সুপার ফোর এবং ফাইনালেও মুখোমুখি হওয়ার সম্ভাবনা রয়েছে। টুর্নামেন্ট শুরু হতে মাত্র এক মাস বাকি। কিন্তু এখনও হাইভোল্টেজ ম্যাচ নিয়ে কোনও নিশ্চয়তা নেই। এবার এই ম্যাচ প্রসঙ্গে বড় আপডেট দিলেন এমিরেটস ক্রিকেট বোর্ডের চিফ অপারেটিং অফিসার শুভান আহমেদ। 

এমিরেটস বোর্ডের কর্তা মনে করেন, এশিয়া কাপে একে অপরের মুখোমুখি হতে কোনও সমস্যা হওয়া উচিত নয় দুই চিরপ্রতিদ্বন্দ্বীর। শুভান আহমেদ বলেন, 'আমি গ্যারান্টি দিতে পারব না। তবে ভারত-পাকিস্তান ম্যাচ না হওয়ার সম্ভাবনা নেই। এশিয়া কাপের তুলনা প্রাইভেট টুর্নামেন্টের সঙ্গে করা উচিত নয়। যেমন কিংবদন্তিদের বিশ্ব চ্যাম্পিয়নশিপে ভারতীয় দল লিগ পর্ব এবং সেমিফাইনালে খেলতে চায়নি।' দুবাই এবং আবু ধাবিতে হবে এশিয়া কাপ। ৯ সেপ্টেম্বর থেকে ২৮ সেপ্টেম্বর চলবে টুর্নামেন্ট। ফাইনাল সহ দুবাইয়ে ১১টি ম্যাচ হবে। ৮টি হবে আবু ধাবিতে। ১০ এবং ১৪ সেপ্টেম্বর যথাক্রমে সংযুক্ত আরব আমিরশাহি এবং পাকিস্তানের বিরুদ্ধে খেলবে ভারত। দুটো ম্যাচই দুবাই ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে। ১৯ সেপ্টেম্বর ওমানের বিরুদ্ধে ম্যাচ আবু ধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে। 

প্রসঙ্গত, এশিয়া কাপের সূচি ঘোষণার পর থেকেই সমালোচনার মুখে বিসিসিআই। ১৪ সেপ্টেম্বর ভারত-পাকিস্তান মুখোমুখি। পরের রাউন্ডে গেলে আবার সাক্ষাৎ হওয়ার সম্ভাবনা থাকবে। পহেলগাঁও জঙ্গিহানার পর দুই দেশের মধ্যে রাজনৈতিক সম্পর্কের আরও অবনতি হয়েছে। একটি সূত্র মারফত জানা যাচ্ছে, এই পরিস্থিতিতে এশিয়া কাপে দুই চিরপ্রতিদ্বন্দ্বীর মুখোমুখি হওয়া এড়ানো যেত। কিন্তু সেটা করা হয়নি। কিন্তু লিজেন্ডসদের বিশ্ব চ্যাম্পিয়নশিপে গ্রুপ পর্বের ম্যাচ বাতিল করে দেওয়া হয়েছিল। একাধিক ভারতীয় প্লেয়ার ম্যাচ খেলতে বেঁকে বসে। যার ফলে ম্যাচ বাতিল হয়ে যায়। সেমিফাইনালেও পাকিস্তানের বিরুদ্ধে খেলতে চায়নি ভারত। ইন্ডিয়া চ্যাম্পিয়ন্সরা না খেলার সিদ্ধান্ত নিয়ে ফেলে। কয়েকদিন আগে পাকিস্তানের বিরুদ্ধে গ্রুপ পর্বের ম্যাচেও খেলতে চায়নি ভারতীয় কিংবদন্তিরা। পাকিস্তান ম্যাচ বয়কট করেন যুবরাজ সিং, শিখর ধাওয়ান, ইউসুফ পাঠান, ইরফান পাঠান, পীযূষ চাওলারা।‌ একই পরিণতি সেমিফাইনালের। মাঠে নামেনি ভারতীয় দল। ফলে ফাইনালে চলে যায় পাকিস্তান। এশিয়া কাপে অবশ্য তেমন সম্ভাবনা নেই। যাই হোক না কেন, সেটা আগে থেকেই নির্ধারিত হয়ে যাবে। এখনও পর্যন্ত ভারত-পাকিস্তান ম্যাচ নির্ধারিত দিনেই হওয়ার কথা আছে।