আজকাল ওয়েবডেস্ক: বিরাট কোহলি সম্পর্কে কেউ এখন বলতেই পারেন, ''যেখান দিয়ে হেসে গেছে, হাসি তার রেখে গেছে রে।'' সব জায়গাতেই তিনি ছাপ রেখে যাচ্ছেন। ব্যাটিংয়ের পাশাপাশি ফিল্ডিংয়েও জাত চেনাচ্ছেন কোহলি।
পাকিস্তানের বিরুদ্ধে কোহলি আরও একটা নজির গড়লেন। ওয়ানডে ফরম্যাটে ভারতের হয়ে সবচেয়ে বেশি ক্যাচ ধরার রেকর্ড এখন কোহলির দখলে।
চ্যাম্পিয়ন্স ট্রফিতে বাংলাদেশের বিরুদ্ধে ছিল ভারতের প্রথম ম্যাচ। সেই ম্যাচে দু'টি ক্যাচ ধরে কোহলি আর আজহার একই বন্ধনীতে ছিলেন।
রবিবার পাকিস্তানের বিরুদ্ধে আরও দু'টি ক্যাচ ধরে আজহারকেও ছাপিয়ে গেলেন কোহলি। নাসিম শাহের ক্যাচ ধরে আজহারকে টপকান। পরে খুশদিল শাহের ক্যাচ ধরে আরেকটু এগোলেন তিনি।
আজহারের ক্যাচের সংখ্যা ১৫৬। কোহলির ক্যাচ ১৫৮টি।
আর দু'টি ক্যাচ ধরতে পারলেই বিশ্ব রেকর্ডের তালিকায় দু' নম্বরে থাকা অস্ট্রেলিয়ার অধিনায়ক রিকি পন্টিংকে ধরে ফেলবেন বিরাট। পন্টিংয়ের নামের পাশে লেখা রয়েছে ১৬০টি ক্যাচ। ২১৮টি ক্যাচ ধরে সবার উপরে মাহেলা জয়বর্ধনে।
আরও একটা রেকর্ড গড়লেন কোহলি। এই প্রতিবেদন লেখার সময়ে কোহলি ব্যাট করছেন ১৭ রানে।
এ দিন শচীন তেণ্ডুলকরকে ছাপিয়ে ওয়ানডেতে দ্রুততম ১৪ হাজার রানের রেকর্ড গড়লেন তিনি। ২৮৭টি ইনিংসে তিনি এই নজির গড়লেন। ৩৫০ ইনিংসে তেণ্ডুলকর ১৪ হাজার রানের সীমানা ছুঁয়েছিলেন।
