আজকাল ওয়েবডেস্ক: রবিবার চ্যাম্পিয়ন্স ট্রফিতে সব চেয়ে উত্তেজক ম্যাচ। ভারতের সামনে পাকিস্তান। কিন্তু সেই ম্যাচের আগে ভারতের সাজঘরে কিছুটা হলেও চিন্তার মেঘ। ভাইরাল জ্বরের জন্য বারুদে ঠাসা ম্যাচের আগেরদিন অনুশীলনই করতে পারলেন না তারকা ক্রিকেটার।
এত পর্যন্ত পড়ার পরে অনেকেই কৌতূহলী হতে পারেন। জানার কৌতূহল বাড়বে কে এই তারকা ভারতীয়? তিনি ঋষভ পন্থ। ভারতের সহ অধিনায়ক শুভমন গিল এই খবর নিশ্চিত করেছেন।
তবে চ্যাম্পিয়ন্স ট্রফিতে প্রথম একাদশে পন্থ প্রথম পছন্দের কিপার নন। লোকেশ রাহুলকেই উইকেটের পিছনে দেখা যাবে পাকিস্তানের বিরুদ্ধে। ফলে পন্থের জ্বর দলে বিশেষ কোনও প্রভাব ফেলবে না।
তবে পন্থকে ডাগ আউটে রেখে লোকেশ রাহুলকে প্রথম একাদশে সুযোগ দেওয়া মেনে নিতে পারছেন না অনেকেই।
গৌতম গম্ভীরের এই সিদ্ধান্তের বিরুদ্ধে সরব হয়েছেন দেশের প্রাক্তন ক্রিকেটার অতুল ওয়াসন।
তিনি মনে করছেন গম্ভীরের জন্য পন্থ হিরো থেকে জিরো হয়ে যাবেন।
চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারত দুদ্দাড়িয়ে শুরু করেছে। প্রথম ম্যাচে বাংলাদেশকে হারিয়েছে। রবিবার পাকিস্তানের বিরুদ্ধে সেই ম্যাচ। ভারত-পাক ম্যাচের পারদ চড়তে শুরু করে দিয়েছে।
সংবাদ সংস্থা এএনআই-কে দেওয়া সাক্ষাৎকারে অতুল ওয়াসন বলেন, ''৩৫ রানে পাঁচ উইকেট থেকে বাংলাদেশকে ২২৮ রান তুলতে দিলে, বড় টিমকে সুযোগ দিলে তোমাদের খেয়ে নেবে। গৌতম গম্ভীর ওর নিজের দল খেলাচ্ছে। ঋষভ পন্থকে খেলাচ্ছে না, এতে আমি হতাশ। কারণ আমার জানা নেই। কী হচ্ছে? পন্থকে প্রতিপক্ষ ভয় পায়। যে কোনও মুহূর্তে ম্যাচের রং বদলে দিতে পারে।''
কিন্তু তাঁর মতো প্রাক্তনরা বললেও গম্ভীরের সিদ্ধান্ত আর বদলাচ্ছে না। লোকেশ রাহুলই একনম্বর উইকেট কিপার। আর জ্বর হওয়ায় পন্থ এমনই ছিটকে গেলেন।
