আজকাল ওয়েবডেস্ক: শুরুটা ভালই হয়েছিল। কিন্তু পাকিস্তান রইল পাকিস্তানেই। অতিরিক্ত ডট খেয়ে নিজেরাই নিজেদের চাপে ফেললেন রিজওয়ানরা। একজন ভারতীয় বোলারও ৫০ রান খরচ করেননি নিজেদের ওভারে। সবথেকে বেশি রান খেয়েছেন অক্ষর প্যাটেল ১০ ওভারে ৪৯। মাঝের ওভারে সাউদ শাকিল এবং মহম্মদ রিজওয়ানের ১০৪ রানের পার্টনারশিপে পাকিস্তান তুলল ২৪১। ভাল শুরু করেও মিডল ওভারে ভারতীয় স্পিনার এবং হার্দিকের কৃপণ বোলিংয়ে আটকে গেলেন পাক ব্যাটাররা। এদিন টসে জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেন রিজওয়ান।
বাবর আজম এবং ইমাম উল হক ৪১ রানের পার্টনারশিপ গড়েন। বাবরকেন আউট করে পাকিস্তানকে প্রথম ধাক্কা দেন হার্দিক। কিছুক্ষণের মধ্যেই রান আউট হয়ে ফিরে যান ইমামও। তবে রিজওয়ান এবং শাকিল ম্যাচের হাল ধরেন। ১০০ রানের পার্টনারশিপ গড়লেও রান তোলার গতি ছিল অত্যন্ত স্লথ। পরিসংখ্যান বলছে মাঝের ২০ ওভারে ৮০টি ডট বল খেলেছে পাকিস্তান। লাইন লেংথ বজায় রেখে টানা বল করে গিয়েছেন অক্ষর-জাদেজা-কুলদীপরা।
আর কাজ হল তাতেই। অক্ষরের বলে স্টেপ আউট করে মারতে গিয়ে বোল্ড হলেন রিজওয়ান। সেখানেই অর্ধেক কাজ শেষ। শেষের দিকে বড় পার্টনারশিপ হওয়ার আগেই ধরাশয়ী পাকিস্তানের লোয়ার-মিজল অর্ডার। গতি বাড়িয়ে রান তোলার শেষ একটা চেষ্টা করেছিলেন খুশদিল শাহ। কিন্তু হর্ষিত রানার স্লোয়ারের কাছে হার মানলেন তিনিও। এদিনের সবথেকে সফল বোলার কুলদীপ যাদব। ন’ওভারে ৪০ রান দিয়ে তিনটি উইকেট নিলেন তিনি। হার্দিক নিয়েছেন দুটি, সামি বাদে বাকি বোলাররা নিয়েছেন একটি করে উইকেট।
