আজকাল ওয়েবডেস্ক: এশিয়া কাপ নিয়ে উত্তেজনার পারদ চড়ছে। ১৪ সেপ্টেম্বর এশিয়া কাপে ভারত–পাক মহারণ। সেই ম্যাচ নিয়ে পারদ চড়তে শুরু করেছে। উড়তে শুরু করেছে অর্থও। ভারত–পাক ম্যাচ চলাকালীন সম্প্রচারকারী চ্যানেলে বিজ্ঞাপনের জন্য আকাশচুম্বী হয়ে উঠছে বাজারদর।
ক্রিকেট দুনিয়ার অন্যতম শ্রেষ্ঠ যুদ্ধ ভারত–পাকিস্তান ম্যাচ। দুই দেশের কোটি–কোটি মানুষ তো বটেই, বিশ্বের বিভিন্ন প্রান্তের মানুষ এই ম্যাচ দেখার জন্য মুখিয়ে থাকেন। স্বাভাবিকভাবেই, এই বিরাট সংখ্যক দর্শকের আগ্রহ ও উন্মাদনাকে কাজে লাগিয়ে নিজেদের বিজ্ঞাপন প্রচারে সব সংস্থাই আগ্রহী থাকে। কিন্তু এশিয়া কাপের ক্ষেত্রে তা যেন আগের সমস্ত রেকর্ড ভেঙে দিতে চলেছে। তার কারণ, সাম্প্রতিক সময়ে যেহেতু দুই দেশের মাটিতে ভারত–পাক লড়াই হয় না, ফলে স্টেডিয়ামে ম্যাচ দেখা থেকে বহু মানুষ বঞ্চিত হন। সেক্ষেত্রে টিভি বা বিভিন্ন অ্যাপই ভরসা।
এশিয়া কাপের স্বত্ব রয়েছে সোনি টিভির কাছে। একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমের মতে, এশিয়া কাপে ভারতের ম্যাচের ১০ সেকেন্ডের বিজ্ঞাপনের মূল্য ১৪–১৬ লক্ষ টাকা হতে পারে। সহকারী–স্পনসরশিপের মূল্য ১৮ কোটি টাকা। সহযোগী স্পনসরশিপের মূল্য ১৩ কোটি টাকা। যদিও উত্তপ্ত পরিস্থিতিতে আদৌ ভারত–পাক ম্যাচ হয় কি না, সেদিকে সবারই নজর থাকবে। সম্প্রতি লেজেন্ডস লিগে ভারত–পাক ম্যাচ বাতিল হয়েছে। সেমিফাইনালে আফ্রিদিদের বিরুদ্ধে নামতে চাননি যুবরাজ সিং, শিখর ধাওয়ানরা। এশিয়া কাপে কী পরিস্থিতি দাঁড়ায়, সেটাই এখন প্রশ্ন।
প্রসঙ্গত, ৯ সেপ্টেম্বর থেকে ২৮ সেপ্টেম্বর পর্যন্ত চলবে এশিয়া কাপ। সংযুক্ত আরব আমিরশাহিতে মূলত দুটি ভেন্যুতে ম্যাচগুলি খেলা হবে। যার মধ্যে ১১টি ম্যাচ হবে আবু ধাবিতে। বাকি আটটি ম্যাচ হবে দুবাইয়ে। তার মধ্যে ফাইনালও আছে।
এশিয়া কাপের দল ঘোষণা হবে মঙ্গলবার। মনে করা হচ্ছে নির্বাচকরা কঠিন সিদ্ধান্ত নিতে চলেছেন। অনেককেই দলে রাখা হবে না বলে শোনা যাচ্ছে।
এশিয়া কাপের বল গড়াচ্ছে ৯ সেপ্টেম্বর। দল ঘোষণার আগে ভারতের প্রাক্তন ওপেনার কৃষ্ণমাচারি শ্রীকান্ত বলছেন, এশিয়া কাপের দলে যেন বৈভব সূর্যবংশীকে নেওয়া হয়। ১৪ বছরের সূর্যবংশী ইতিমধ্যেই পরিণতি দেখিয়েছেন। তাঁকেই দলে নেওয়ার পরামর্শ দিচ্ছেন শ্রীকান্ত। তিনি বলেছেন, ''সাহসী ক্রিকেটের পরিচয় দিতে হবে। ওকে অপেক্ষায় রাখার কোনও প্রয়োজন নেই। ওকে পরিণত হতে দাও, এই ধরনের মন্তব্য করতে যেও না। ইতিমধ্যেই পরিণতিবোধের পরিচয় দিয়েছে বৈভব। ওর শট অন্য লেভেলের। আমি যদি চেয়ারম্যান হতাম, তাহলে ১৬ জনের স্কোয়াডে ওকে রাখতাম।''
শ্রীকান্তের সংযোজন, ''স্যামসন অনিশ্চিত। আমার প্রথম পছন্দের ওপেনার অভিশেক শর্মা। আমার হাতে আরও দু'জন ওপেনার রয়েছে। আমি বৈভব সূর্যবংশী বা সাই সুদর্শনকে নেব। সঙ্গে থাকবে শুভমান গিল। আমি যদি নির্বাচক হতাম তাহলে টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য বৈভবকে ১৫ জনের দলে রাখতাম। দুর্দান্ত খেলছে বৈভব। যশস্বী জয়সওয়াল, বৈভব সূর্যবংশী ও সাই সুদর্শনের মধ্যে যে কোনও দু'জনকে দলে রাখতাম আমি। এটা আমার পছন্দ।''
আইপিএলের নিলামে কোটিপতি খেলোয়াড় হন সূর্যবংশী। আইপিএলে সোয়াই মান সিং স্টেডিয়ামে দ্রুততম সেঞ্চুরি হাঁকান সূর্যবংশী।
