আজকাল ওয়েবডেস্ক:‌ ইউথ টেস্টে ভাল জায়গায় থেকেও জিততে পারল না ভারত। লর্ডসে তৃতীয় টেস্ট হেরে গিয়েছেন শুভমন গিলরা। কিন্তু জেতার মতো জায়গায় ছিল অনূর্ধ্ব ১৯ ভারতীয় দল। তা সত্ত্বেও চার দিনের টেস্ট হয়ে গেল ড্র। 


অনূর্ধ্ব ১৯ ইংল্যান্ডের বিরুদ্ধে চার দিনের ইউথ টেস্ট খেলতে নেমেছিল বৈভবরা। বেকেনহামে প্রথম যুব টেস্টে প্রথমে ব্যাট করে ভারতের অনূর্ধ্ব–১৯ দল তুলেছিল ৫৪০ রান। অধিনায়ক আয়ুষ মাত্রে করে ১০২ রান। জবাবে ইংল্যান্ড অনূর্ধ্ব–১৯ দল অলআউট হয়ে যায় ৪৩৯ রান। ইংল্যান্ডের প্রাক্তন তারকা অ্যান্ড্রু ফ্লিনটফের ছেলে রকি করে ৯৩ রান। ভারতের হেনিল প্যাটেল নেয় ৩ উইকেট। বৈভব সূর্যবংশীও রেকর্ড গড়ে দুটি উইকেট পায়।


দ্বিতীয় ইনিংসে ভারত করে ২৪৮ রান। প্রথম ইনিংসে মাত্র ১৪ রানে আউট হলেও দ্বিতীয় ইনিংসে মাত্র ৪৪ বলে ৫৬ রান করে ১৪ বছর বয়সি বিস্ময় প্রতিভা। ভিহান মালহোত্রা করে ৬৩ রান। ইংল্যান্ডের আরেক প্রাক্তন তারকা ও অধিনায়ক মাইকেল ভনের ছেলে আর্চি ৬টি উইকেট পায়। শেষ ইনিংসে ইংল্যান্ডের জন্য ৩৫০ রানের বিরাট লক্ষ্য ছিল। শুরুটা খারাপ হয়নি ভারতীয় বোলিংয়ের। ৬২ রানের মধ্যে ইংল্যান্ডের তিনটি উইকেটও পড়ে যায়। কিন্তু সেখান থেকে ম্যাচ বাঁচানো ইনিংস খেলে ইংল্যান্ডের অধিনায়ক হামজা শেখ। ১১২ রান করে সে। শেষ পর্যন্ত ৭ উইকেট হারিয়ে ২৭০ রান করে ইংল্যান্ড। ম্যাচ ড্র হয়। 


প্রসঙ্গত, লর্ডস টেস্টে শুভমনদের জয়ের জন্য দরকার ছিল ১৯৩ রান। কিন্তু জফ্রা আর্চার, বেন স্টোকস, শোয়েব বশিরদের বোলিংয়ের সামনে ভেঙে পড়ে ভারতীয় ব্যাটিং। জাদেজা–সিরাজদের লড়াই সত্ত্বেও চাপ ধরে রাখতে পারেনি ভারতের ব্যাটাররা। ঠিক যেন একইভাবে দ্রুত ইংল্যান্ডের তিনটে উইকেট ফেলে দিয়েও ম্যাচ জেতা হল না ভারতের ছোটদের।

 

আরও পড়ুন:‌ বিলেতের মাটিতে নয়া নজির বৈভবের


এদিকে, বেকেনহামে নজির গড়েছে বৈভব। বেকেনহামের মাঠে ইংল্যান্ডের অধিনায়ক হামজা শেখের উইকেট নিয়েছে বৈভব। বাঁহাতি স্পিনার বৈভব। তার ফুলটসে বড় শট খেলার চেষ্টা করে হামজা। কিন্তু ব্যাটে–বলে হয়নি। লং অফে ক্যাচ ধরেন হেনিল প্যাটেল। পরে টমান রিউকেও আউট করে বৈভব।
ভারতের কনিষ্ঠতম ক্রিকেটার হিসাবে কোনও বিদেশি দলের বিরুদ্ধে উইকেট নিয়েছে ১৪ বছরের বৈভব। বিহারের ছেলের বয়স এখন ১৪ বছর ১০৭ দিন। এর আগে ভারতের হয়ে সবচেয়ে কম বয়সে বিদেশি দলের বিরুদ্ধে উইকেট নেওয়ার রেকর্ড ছিল ঝাড়খণ্ডের মানিশির দখলে। ২০১৯ সালে ১৫ বছর বয়সে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে দুই ইনিংস মিলিয়ে ৭ উইকেট নিয়েছিল সে। সেই রেকর্ড ভেঙেছে বৈভব।

বিশ্বক্রিকেটে সবচেয়ে কম বয়সে উইকেট নেওয়া বোলারদের তালিকায় তৃতীয় স্থানে বৈভব। ১৯৯৪ সালে পাকিস্তানের মাহমুদ মালিক মাত্র ১৩ বছর ২৪১ দিন বয়সে নিউজিল্যান্ডের বিরুদ্ধে উইকেট নিয়েছিল। সেটাই রেকর্ড। দ্বিতীয় স্থানেও পাকিস্তানের ক্রিকেটার। ২০০৩ সালে হিদায়াতুল্লা খান ১৩ বছর ২৫১ দিন বয়সে শ্রীলঙ্কার বিরুদ্ধে উইকেট নিয়েছিল।

এই বৈভবকে দেশ চিনেছিল আইপিএল নিলামে। যখন ১ কোটি টাকায় তাঁকে কিনে নিয়েছিল রাজস্থান রয়্যালস।