আজকাল ওয়েবডেস্ক: ভারত-ইংল্যান্ড দ্বিতীয় টেস্টের আগে এজবাস্টনে নেট অনুশীলনে দেখা গেল এক ভিন্ন ছবি। ভারতীয় পেসাররা দুই রঙের বিশেষ বল নিয়ে অনুশীলন করলেন। এই ছবি ঘিরে তৈরি হয়েছে কৌতূহল। যশপ্রীত বুমরাহ-সহ ভারতীয় পেস আক্রমণের বাকি সদস্যদের হাতে দেখা গেল লাল ও সাদা রঙের বল। এই পদ্ধতি অবশ্য নতুন নয়। ইংল্যান্ড সফরের শুরু থেকেই ভারতীয় পেসাররা এই দুই রঙের বল ব্যবহার করছেন।
এর পেছনে অন্যতম কারণ হল, তারা দীর্ঘ সময় ধরে সাদা বলের ক্রিকেট খেলেছেন – চ্যাম্পিয়ন্স ট্রফি ও আইপিএলের পরপর ব্যস্ত সূচি পেরিয়ে তাঁরা এসেছেন লাল বলের ক্রিকেটে। ভারতীয় দলের সহকারী কোচ রায়ান টেন ডেসকাটে বলেন, ‘এই অনুশীলন সাধারণত পেসারদের মধ্যে সাদা বলের খারাপ ব্যবহারগুলো দূর করতে সাহায্য করে। এটি নতুন কিছু নয়। সব বল প্রস্তুতকারী সংস্থাই এই ধরনের বল তৈরি করে’।
তিনি আরও বলেন, ‘আমরা পেসারদের ডিটক্স করানোর কথা বলি। যার অর্থ বেসিকের দিকে মনোযোগ ফেরানো। আর এই বল ব্যবহার করলে সহজেই বোঝা যায়, বোলাররা ঠিকভাবে বেসিক অনুসরণ করছেন কিনা’। প্রসঙ্গত, আইপিএলের পর ভারতীয় পেসাররা যেন টি-টোয়েন্টি বা সাদা বলের মতোই বল না করেন সে কারণে গত দু'সপ্তাহ ধরেই এই বিশেষ বল ব্যবহার করছে টিম ইন্ডিয়া। অন্যদিকে, ইংল্যান্ড দলের নেট সেশনে চমক হিসেবে দেখা গিয়েছে প্রাক্তন ইংলিশ অলরাউন্ডার মইন আলিকে। এজবাস্টন তাঁর ঘরের মাঠ। ম্যাচের তৃতীয় দিন থেকে পিচে স্পিনারদের সুবিধা মিলতে পারে বলে মনে করছেন অনেকে। তাই মঈন আলির অভিজ্ঞতা কাজে লাগাতে চাইছে ইংল্যান্ড শিবির।
