আজকাল ওয়েবডেস্ক:‌ বৃষ্টির ভ্রুকুটি। সঙ্গে মেঘলা আবহাওয়া। ইংরেজ অধিনায়ক বেন স্টোকস টস জিতে তাই শুরুতে বোলিংয়ের সিদ্ধান্ত নিতে ভুল করেননি। ইংল্যান্ড টেস্ট শুরুর দু’‌দিন আগেই জানিয়ে দিয়েছিল প্রথম একাদশ। চোটের জন্য ছিটকে গিয়েছেন শোয়েব বশির। সেই জায়গায় এসেছেন বাঁহাতি স্পিনার লিয়াম ডসন। বাকি দল অপরিবর্তিত। 


তবে ভারতীয় দলে কিন্তু হল একাধিক বদল। এই সম্ভাবনা ছিল। টেস্ট অভিষেক হল অংশুল কম্বোজের। বাদ পড়েছেন করুণ নায়ার। প্রথম টেস্টের পর ফের প্রথম একাদশে ফিরলেন সাই সুদর্শন। দলে এসেছেন পেসার অলরাউন্ডার শার্দূল ঠাকুরও। ফর্মে না থাকায় বাদ গেলেন করুণ নায়ার। এলেন সাই সুদর্শন। চোটের জন্য নেই আকাশ দীপ ও নীতীশ কুমার রেড্ডি। তাঁদের জায়গায় এলেন অংশুল কম্বোজ ও শার্দূল ঠাকুর।


ভারতের প্রথম একাদশে রয়েছেন:‌ যশস্বী জয়েসওয়াল, লোকেশ রাহুল, সাই সুদর্শন, শুভমন গিল, ঋষভ পন্থ, রবীন্দ্র জাদেজা, ওয়াশিংটন সুন্দর, শার্দূল ঠাকুর, অংশুল কম্বোজ, জসপ্রীত বুমরা, মহম্মদ সিরাজ।


উইকেটের কথা ভেবে ম্যাঞ্চেস্টারে চার পেসারে গেল ভারত। দুই স্পিনার অলরাউন্ডার রবীন্দ্র জাদেজা এবং ওয়াশিংটন সুন্দর। 


এদিকে অধিনায়ক শুভমন গিল টানা চারটি টেস্টেই টস হারলেন। সিরিজে ভারত পিছিয়ে ১–২ ব্যবধানে। টস জেতায় একটা বাড়তি সুযোগ কিন্তু পেয়ে গেল ইংল্যান্ড। সবটাই নির্ভর করছে ভারতীয় ব্যাটাররা কেমন ব্যাট করে তার উপর। তবে স্বস্তির জায়গা খেলছেন জসপ্রীত বুমরা। 

 

আরও পড়ুন:‌ অধিনায়ক গিলের কথাই শুনছেন না এই ক্রিকেটার, ম্যাঞ্চেস্টার টেস্টের আগে ভারতীয় দলে বিবাদ?‌

এদিকে, ম্যাঞ্চেস্টার টেস্টে রয়েছে বৃষ্টির আশঙ্কা। আকুওয়েদারের রিপোর্ট বলছে, ম্যাচের পাঁচ দিনই হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বুধবার থেকে শুরু হয়ে গেল টেস্ট। 


আকুওয়েদারের রিপোর্ট বলছে, ম্যাঞ্চেস্টার টেস্টের প্রথম দিনই ভালরকম বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আশঙ্কা রয়েছে গোটা দিনের ম্যাচ ভেস্তে যাওয়ার।
আকুওয়েদারের রিপোর্ট বলছে, বুধবার ১৯ শতাংশ বৃষ্টির সম্ভাবনা রয়েছে ম্যাঞ্চেস্টারে। আর সময় যত গড়াবে বৃষ্টির পরিমাণও নাকি ততই বাড়বে। দুপুরের দিকে বৃষ্টির সম্ভাবনা থাকছে ৬৫ শতাংশ। সারা দিনে ১.‌২ মিলিমিটার বৃষ্টির সম্ভাবনা রয়েছে ম্যাঞ্চেস্টারে।


এছাড়া বৃহস্পতিবার দ্বিতীয় দিন বৃষ্টির সম্ভাবনা থাকছে প্রায় ৮৪ শতাংশ। তবে শুক্রবার, শনিবার এমনকী শেষ দিন অর্থাৎ রবিবার বৃষ্টির সম্ভাবনা অনেকটাই কম। তার মধ্যে শুক্রবার তৃতীয় দিনই একমাত্র সারা দিনে বৃষ্টির সম্ভাবনা প্রায় নেই বললেই রিপোর্টে দাবি করা হয়েছে।


মেঘলা আবহাওয়ার জন্য সিম বোলাররা ম্যাঞ্চেস্টারের উইকেট থেকে সুবিধা পাবেন বলে আশা করা হচ্ছে। তবে গত কয়েক বছরে ম্যাঞ্চেস্টারের উইকেটের গতি অনেকটাই কমেছে। আর তাই ভারতীয় দল ম্যাঞ্চেস্টার টেস্টে চলে গেল চার পেসারে। সিরিজে এখনও অবধি একটাই টেস্ট খেলেছিলেন শার্দূল। তাঁকে ফেরানো হল। সঙ্গে থাকলেন জসপ্রীত বুমরা, মহম্মদ সিরাজ। আকাশ দীপ চোটের জন্য না থাকায় অভিষেক হল অংশুল কম্বোজের। তবে এবারও সুযোগ মিলল না কুলদীপ যাদবের। স্পেশালিস্ট স্পিনারকে টানা চারটি টেস্টে প্রথম একাদশের বাইরেই রাখলেন গম্ভীর। আস্থা রাখা হল ওয়াশিংটন সুন্দর ও রবীন্দ্র জাদেজার উপর। আসলে ব্যাটার বাড়াতেই ক্রমাগত কোপ পড়ছে কুলদীপের উপর।