আজকাল ওয়েবডেস্ক: ভারতের বাঁ হাতি স্পিনার কুলদীপ যাদব রিজার্ভ বেঞ্চে বসেই কাটিয়ে দিচ্ছেন সময়। এখনও পর্যন্ত তিনটি টেস্ট ম্যাচ হয়েছে। কুলদীপ একটিতেও সুযোগ পাননি। তাঁকে দলে নেওয়ার দাবি জোরালো হয়েছে। কিন্তু ভারতীয় টিম ম্যানেজমেন্ট সেই দাবিতে কর্ণপাত করেনি।
চতুর্থ টেস্ট ম্যাচ শুরু হবে ২৩ জুলাই। কুলদীপের কোচ কপিল দেব পাণ্ডে মনে করেন, এবার হয়তো কপাল খুলবে কুলদীপের। সুযোগ পাবেন ভারতের প্রথম একাদশে।
কুলদীপের কোচ বলেন, ''ভারত ভাল খেলছে। তৃতীয় টেস্টে অনেকেই ধরে নিয়েছিলেন কুলদীপ সুযোগ পাবে। কিন্তু ফাস্ট বোলাররা ভাল পারফরম্যান্স তুলে ধরেন। উইকেট নেন তাঁরা। তবে আমার মনে হয় কুলদীপকে না নেওয়ায় ভারত ভুগছে।''
গুরু মনে করেন শিষ্য এখন তাঁর কেরিয়ারের সেরা সময়ে রয়েছেন। তিনি বলছেন, ''কুলদীপ কেরিয়ারের সেরা সময়ে রয়েছে। ওয়ানডে বিশ্বকাপে দুর্দান্ত ফর্মে ছিল। গোটা টুর্নামেন্টে দুরন্ত ছন্দে ছিল। এই সিরিজে ব্যাটাররা ব্যর্থ হয়েছে বোলাররা নয়।''
আরও পড়ুন: রবিনসন-জ্যাকবসের রেকর্ড, তার পরে বোলারদের দৌরাত্ম্য, দক্ষিণ আফ্রিকাকে হারাল নিউজিল্যান্ড
কুলদীপের কোচের সংযোজন, ''কুলদীপ বা বুমরাহর কাছ ১০০ রান প্রত্যাশিত নয়।'' ২০১৭ সালে কুলদীপের টেস্ট অভিষেক হয়। মাত্র ১৩টি ম্যাচে তিনি অংশ নেন। সেভাবে সুযোগ না পেলেও কোচ মনে করেন কুলদীপ তৈরি। যে কোনও মুহূর্তে নামিয়ে দিলে তিনি পারফর্ম করতে পারবেন।

লর্ডস টেস্টে হার মানার ফলে সিরিজে পিছিয়ে পড়েছে ভারত। পাঁচ ম্যাচের টেস্ট সিরিজের ফলাফল এখন ২-১। লর্ডসে হারের পিছনে অনেকে রবীন্দ্র জাদেজার অতিরিক্ত রক্ষণাত্মক নীতিকে দুষেছেন। সঞ্জয় মঞ্জরেকরের মতো প্রাক্তন ক্রিকেটার বলেন, ''দেওয়াললিখন স্পষ্ট, ভারত ম্যাচটা হারবে। এই হারের কারণ হতে পারে রবীন্দ্র জাদেজা। দীর্ঘক্ষণ ধরে ও রক্ষণাত্মক নীতি অবলম্বন করে। জাদেজার খেলা দেখে মনে হচ্ছে না ও ঝুঁকি নিতে চায় বা ভারতকে জয় এনে দিতে চায়। ওয়েটিং গেম খেলছে জাদেজা। জাদেজা ও বুমরাহর পার্টনারশিপে স্টার একজনই-- সে হল বুমরাহ। ১ ঘণ্টা ৪০ মিনিটের কাছাকাছি ব্যাটিং করেছে বুমরাহ। বিশেষ করে সেই সব বোলারদের বিরুদ্ধে, যারা বাউন্সার দিচ্ছিল। বুমরাহ বোলিংয়ে সেরা সবাই জানে কিন্তু মানসিক দিক থেকেও ও যে সমান শক্তিশালী, তা প্রমাণিত।''
মঞ্জরেকরের মতোই বক্তব্য় রেখেছেন প্রাক্তন ক্রিকেটার সুরিন্দর খান্না। তিনি মনে করেন জাদেজার আগ্রাসী মনোভাব দেখানো উচিত ছিল। তিনি বলেন,জাদেজার এই ইনিংস কেউ মনে রাখবেন না। কারণ নায়কদের কথাই সবাই মনে রাখেন।
সুরিন্দর খান্না বলেন, ''আমাদের এমন কোনও ব্যাটার নেই যে টেলএন্ডারদের সঙ্গে ব্যাট করতে পারে। ও যখন সেট হয়ে গিয়েছিল, তখন আরও রান করতেই পারত। বল যখন নরম হয়ে গিয়ছিল, তখন বুমরাহ, সিরাজ রান করতে পারছিল না। এই সময়ে জাদেজা ম্যাচ জিতিয়ে নায়ক বনে যেতে পারত। মানুষ কিন্তু ভুলে যাবে জাদেজার এই ইনিংস।''
ওল্ড ট্র্যাফোর্ডে স্পিনাররা সাহায্য পান। বিশেষ করে পরের দিকে। কুলদীপ প্রথম একাদশে থাকলে উপকৃত হবে ভারতই। তাঁর বৈচিত্র্য কাজে লাগবে। তবে চূড়ান্ত সিদ্ধান্ত তো নেবেন কোচ গৌতম গম্ভীর ও অধিনায়ক শুভমান গিল। শেষমেশ কি কুলদীপ প্রথম একাদশে জায়গা পাবেন? ২৩ জুলাই এর উত্তর পাওয়া যাবে।
আরও পড়ুন: মেগা আইসিসি রেকর্ড কোহলির, টেস্ট-টি ২০ থেকে অবসরের পরও গড়লেন নয়া নজির
