আজকাল ওয়েবডেস্ক: ভারত-পাকিস্তান দ্বিপাক্ষিক সিরিজ এখন বন্ধ। আইসিসি-র ইভেন্ট ছাড়া ভারত-পাক আর মুখোমুখি হয় না। আর হলেও তা নিরপেক্ষ ভেন্যুতে। 

ভারত-বাংলাদেশ দ্বিপাক্ষিক সিরিজও কি এবার সেই পথেই হাঁটা লাগাবে? দুই দেশের সাম্প্রতিক টানাপোড়েনের পরে মুস্তাফিজুর রহমানকে ছেড়ে দিয়েছে কলকাতা নাইট রাইডার্স। 

আর তার পরে আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতের মাটিতে বাংলাদেশের খেলা নিয়ে তৈরি হয়েছে সংশয়। 

শুক্রবার বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিজ্ঞপ্তি দিয়ে জানায়, তারা ভারতের বিরুদ্ধে তিন ম্যাচের ওয়ানডে এবং টি-টোয়েন্টি সিরিজের আয়োজন করবে। 

কিন্তু শনিবারের পরে সেই দ্বিপাক্ষিক সিরিজ গভীর অনিশ্চয়তার মুখে। কী হবে আগামিদিনে? 

এবিষয়ে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড সরকারি কোনও বিবৃতি দেয়নি। তবে বোর্ডের এক শীর্ষ আধিকারিক একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমকে জানিয়েছে, ''গতবছরও আমরা বাংলাদেশে যাইনি। বিসিবি এবার সূচি ঘোষণা করে দিয়েছে। তবে তা শেষপর্যন্ত হবে কিনা, তা নিয়ে সন্দেহ রয়েছে। অন্য দেশে খেলার ব্যাপারে অনুমতি দেয় ভারত সরকার।  তবে টি-টোয়েন্টি বিশ্বকাপের ব্যাপারে বলতে পারি, বাংলাদেশ সূচি অনুযায়ী ভারতে এসে খেলতে পারে।'' 

বোর্ডের সংশ্লিষ্ট কর্তা এ কথা বললেও ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের নির্দেশ অনুযায়ী কলকাতা নাইট রাইডার্স মুস্তাফিজুর রহমানকে ছেড়ে দেওয়ার পরে মনে করা হচ্ছে বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ সরবে ভারত থেকে। 

এবারের নিলামে মুস্তাফিজুর রহমানকে ৯ কোট ২০ লক্ষ টাকা দিয়ে কেকেআর দলে নিয়েছিল। কিন্তু বাংলাদেশের সাম্প্রতিক পরিস্থিতিতে ভারতের ক্রিকেটভক্তরা সোশ্যাল মিডিয়ায় ঝড় তোলেন। কেকেআর-কে বয়কট করার হুমকি পর্যন্ত দেন ভক্তরা। শনিবার বোর্ডের নির্দেশ মেনে বড় সিদ্ধান্ত নিল কেকেআর।