আজকাল ওয়েবডেস্ক: অ্যাডিলেডেই সিরিজ জিতে নিয়েছে অস্ট্রেলিয়া। আর তাই সিডনিতে শেষ একদিনের ম্যাচের জন্য অস্ট্রেলিয়া দলে একাধিক বদল হল। সিডনি ম্যাচের জন্য তিন জন ক্রিকেটারকে দলে নেওয়া হয়েছে।
গ্লেন ম্যাক্সওয়েল চোট সারিয়ে খেলার জন্য প্রস্তুত। বেন ডোয়ারসুইসও টি–টোয়েন্টি সিরিজে খেলবেন। পাঁচ ম্যাচের টি–টোয়েন্টি সিরিজের শেষ তিনটি ম্যাচের জন্য দলে নেওয়া হয়েছে ম্যাক্সওয়েলকে। তিনি কব্জির চোট সারিয়ে সুস্থ। চতুর্থ ও পঞ্চম ম্যাচের জন্য ডোয়ারসুইসকে দলে নেওয়া হয়েছে। জশ ফিলিপকেও টি–টোয়েন্টি দলে যুক্ত করা হয়েছে।
নতুন পেসার মাহলি বিয়ার্ডম্যানকে তৃতীয় ম্যাচ থেকে টি–টোয়েন্টি দলে রাখা হবে। কারণ, জশ হ্যাজেলউডকে দ্বিতীয় ম্যাচের পর এবং শন অ্যাবটকে শেফিল্ড শিল্ডের চতুর্থ রাউন্ডের প্রস্তুতির জন্য তৃতীয় ম্যাচের পর ছেড়ে দিতে হবে। শেফিল্ড শিল্ডে খেলে তাঁরা অ্যাশেজের জন্য প্রস্তুত হবেন।
শেফিল্ড শিল্ডে খেলার জন্য এক দিনের দল থেকে ব্যাটার মার্নাস লাবুশানেকেও ছেড়ে দেওয়া হয়েছে। তিনিও অ্যাশেজের জন্য তৈরি হবেন। শনিবার সিডনিতে শেষ এক দিনের ম্যাচে দলে যোগ দিচ্ছেন জ্যাক এডওয়ার্ডস এবং ম্যাট কুনেম্যান।
আরও পড়ুন: ম্যাচ হেরে তিন ক্রিকেটারকে কাঠগড়ায় তুললেন গিল, কাদের কথা বললেন ভারত অধিনায়ক? ...
ভারতের বিপক্ষে তৃতীয় এক দিনের ম্যাচে অস্ট্রেলিয়া দল: মিচেল মার্শ (অধিনায়ক), জেভিয়ার বার্টলেট, অ্যালেক্স ক্যারি (উইকেটরক্ষক), কুপার কনলি, জ্যাক এডওয়ার্ডস, নাথান এলিস, জশ হ্যাজেলউড, ট্র্যাভিস হেড, জশ ইংলিস (উইকেটরক্ষক), ম্যাথু কুনেম্যান, মিচেল ওয়েন, জশ ফিলিপ (উইকেটরক্ষক), ম্যাট রেনশ, ম্যাথু শর্ট, মিচেল স্টার্ক, অ্যাডাম জাম্পা।
ভারতের বিপক্ষে অস্ট্রেলিয়ার টি–টোয়েন্টি দল: মিচেল মার্শ (অধিনায়ক), শন অ্যাবট (শুধু প্রথম তিনটি ম্যাচ), জেভিয়ার বার্টলেট, মাহলি বিয়ার্ডম্যান (শুধু শেষ তিনটি ম্যাচ), টিম ডেভিড, বেন ডোয়ারসুইস (শুধু শেষ দুটি ম্যাচ), নাথান এলিস, জশ হ্যাজেলউড (শুধু প্রথম দুটি ম্যাচ), ট্র্যাভিস হেড, জশ ইংলিস (উইকেটরক্ষক), ম্যাথু কুনেম্যান, মিচেল ওয়েন, জশ ফিলিপ (উইকেটরক্ষক), ম্যাথু শর্ট, মার্কাস স্টোইনিস, অ্যাডাম জাম্পা।
