আজকাল ওয়েবডেস্ক: লিডসে শুভমান গিলরা যখন হেরে গেলেন, তখনই ইংল্যান্ডে দুর্দান্ত জয় ছিনিয়ে নিল ভারতের অনূর্ধ্ব ১৯ দল। গিলদের পাশাপাশি ইংল্যান্ড সফরে রয়েছে আয়ূষ মাত্রের নেতৃত্বাধীন অনূর্ধ্ব ১৯ ভারতীয় দল। ৫০ ওভারের ম্যাচে ইংল্যান্ড ইয়ং লায়ন্সকে ২৩১ রানে হারাল অনূর্ধ্ব ১৯ ভারতীয় দল।
৫০ ওভারে ৪৪৪ রান তুলেছিল ভারত। জয়ের নায়ক ১৮ বছরের তরুণ হরবংশ পাংগালিয়া। অধিনায়ক আয়ূষ মাত্রে রান পাননি। আইপিএলে শতরানকারী বৈভব সূর্যবংশীও ব্যর্থ। তবে ব্যাট হাতে ঝড় তোলে হরবংশ। মাত্র ৫২ বলে অপরাজিত ১০৩ রানের ইনিংস খেলেন তিনি। ইনিংসে ছিল আটটি চার ও নয়টি ছয়। রাহুল কুমারের অবদান ৬০ বলে ৭৩। ৬৭ বলে ৭৯ রান আসে কনিষ্ক চৌহানের ব্যাট থেকে। আরএস অম্বরিশ করেছে ৪৭ বলে ৭২ রান।
বল হাতে প্রতিপক্ষকে ভাঙে দীপেশ দেবেন্দ্রন। নিয়েছে ৩ উইকেট। নমন পুষ্পক ও ভিহান মালহোত্রা পায় দুটি করে উইকেট।
প্রসঙ্গত, গুজরাটের ছোট্ট শহর গান্ধীধামের বাসিন্দা হরবংশ। এখন অবশ্য কানাডাতেই থাকে হরবংশের পরিবার। তাঁর বাবা সেখানে ট্রাক চালান।
