আজকাল ওয়েবডেস্ক: অনূর্ধ্ব ১৯ এশিয়া কাপের দল ঘোষণা করল ভারত। আগামী ১২ ডিসেম্বর থেকে শুরু হচ্ছে অনূর্ধ্ব ১৯ এশিয়া কাপ। শুক্রবার সেই টুর্নামেন্টের স্কোয়াড ঘোষণা করল বিসিসিআই। প্রসঙ্গত, সিনিয়র এশিয়া কাপে চ্যাম্পিয়ন হলেও ভারতের হাতে ট্রফি তুলে দেননি এশিয়ান ক্রিকেট কাউন্সিলের প্রধান মহসিন নকভি। সেই বিতর্কের মধ্যেই এশিয়া কাপে খেলবে ভারতের অনূর্ধ্ব ১৯ দল।
আগামী ১২ ডিসেম্বর থেকে দুবাইয়ে শুরু হচ্ছে অনূর্ধ্ব ১৯ এশিয়া কাপ। ভারতের সঙ্গে একই গ্রুপে রয়েছে পাকিস্তানও। আগামী ১৪ ডিসেম্বর মুখোমুখি হবে দুই চিরপ্রতিদ্বন্দ্বী। এটা ঘটনা, সদ্যসমাপ্ত রাইজিং স্টার্স এশিয়া কাপে পাকিস্তানের কাছে হেরে গিয়েছিল বৈভব সূর্যবংশীদের দল। শেষ পর্যন্ত বাংলাদেশের কাছে হেরে সেমিফাইনাল থেকেই বিদায় নেয় ভারত। চ্যাম্পিয়ন হয় পাকিস্তান।
ব্যর্থতা ভুলে এবার এশিয়া কাপ অভিযানে নামছে ভারতের অনূর্ধ্ব ১৯ দল। শুক্রবার টুর্নামেন্টের দল ঘোষণা হয়েছে। ভারতকে নেতৃত্ব দেবেন চেন্নাই সুপার কিংসের হয়ে নজর কাড়া আয়ুষ মাত্রে। দলে সুযোগ পেয়েছেন বৈভব সূর্যবংশীও। আগামী ১২ ডিসেম্বর অর্থাৎ টুর্নামেন্ট শুরুর দিনেই খেলতে নামবে ভারত। কোয়ালিফায়ার থেকে উঠে আসা দলের বিরুদ্ধে খেলবে বৈভবরা। তবে টি২০ নয়, অনূর্ধ্ব ১৯ এশিয়া কাপ হবে ওয়ানডে ফরম্যাটে। ২১ ডিসেম্বর অনূর্ধ্ব ১৯ এশিয়া কাপের ফাইনাল। সব খেলাই হবে দুবাইয়ে।
ভারতীয় দল: আয়ুষ মাত্রে (অধিনায়ক), বৈভব সূর্যবংশী, বিহান মালহোত্রা (সহ অধিনায়ক), বেদান্ত ত্রিবেদী, অভিজ্ঞান কুণ্ডু, হরবংশ সিং, যুবরাজ গোহিল, কনিষ্ক চৌহান, খিলান এ প্যাটেল, নমন পুষ্পক, ডি দীপেশ, হেনিল প্যাটেল, কিশান কুমার সিং, উদ্ধব মোহন, অ্যারন জর্জ।
আটটি দলকে দুটি গ্রুপে ভাগ করা হয়েছে। ভারতের গ্রুপে পাকিস্তান ছাড়াও রয়েছে দুটি যোগ্যতা অর্জনকারী দল। সেই দুটি দল এখনও ঠিক হয়নি। অন্য গ্রুপে রয়েছে আফগানিস্তান, বাংলাদেশ, শ্রীলঙ্কা ও একটি যোগ্যতা অর্জনকারী দল।
