আজকাল ওয়েবডেস্ক: ওয়াঘার ওপার থেকে ভেসে এল টিম ইন্ডিয়ার স্তুতি। 

বাংলাদেশের বিরুদ্ধে চেন্নাই টেস্টের শুরুতে চাপে পড়ে গিয়েছিল টিম ইন্ডিয়া। কিন্তু রবিচন্দ্রন অশ্বিন ও রবীন্দ্র জাদেজার চওড়া ব্যাট ভারতকে পৌঁছে দেয় বেশ ভাল জায়গায়। 

ভারতের জবাব দিতে নেমে বাংলাদেশ ব্যাটিংয়ে নেমে আসে বিপর্যয়। চেন্নাই টেস্টে চালকের আসনে টিম ইন্ডিয়া। ভারতের এই আধিপত্য দেখার পরে রামিজ রাজা তাঁর ইউটিউব চ্যানেলে স্বীকার করে নিয়েছেন, ভারত এক শ্রেষ্ঠ দলে পর্যবসিত হয়েছে। রামিজ রাজা বলেছেন, ''দীর্ঘদিন পরে ঘরের মাঠে এরকম চাপে পড়েছিল ভারত।''

হাসান মাহমুদের দুরন্ত বোলিংয়ে একসময়ে ভারতের টপ অর্ডার ধসে গিয়েছিল। পরে অবশ্য অশ্বিন ও জাদেজা পরিস্থিতি সামলান। তার পরে বুমরাহ-আকাশদীপদের দাপটে বাংলাদেশ প্রবল চাপে। রামিজ বলছেন, ''ভারত দুর্দান্ত এক দল হয়ে উঠেছে। ঘরের মাঠে খেলতে নামলে ওরা হারে না।'' 

অশ্বিন সেঞ্চুরি করেন। জাদেজা শতরান পাননি ঠিকই। কিন্তু অশ্বিন ও জাদেজা ১৯৯ রানের পার্টনারশিপ গড়েন। রামিজ রাজা ব্যাখ্যা করে বলছেন, ''রান রেট, বুদ্ধিমত্তার দিক থেকে বিচার করে অশ্বিন ও জাদেজার পার্টনারশিপ দুর্দান্ত হয়েছে। ১৪৪ রানে ৬ উইকেট থেকে পাহাড়প্রমাণ রান ভারতের, কৃতিত্ব অশ্বিন-জাদেজার।''

চেন্নাই টেস্টে টিম ইন্ডিয়ার দাপট নজর এড়ায়নি কারওরই। রামিজ রাজা স্বীকার করে নিলেন ভারতের শ্রেষ্ঠত্ব।