আজকাল ওয়েবডেস্ক: ভারতের হেড কোচ হিসেবে রোলার-কোস্টার রাইডের মধ্যে দিয়ে যাচ্ছেন গৌতম গম্ভীর। বিশেষ করে লাল বলের ক্রিকেটে। হেড কোচ হিসেবে প্রথম টেস্ট সিরিজে বাংলাদেশকে ২-০ তে হারায় টিম ইন্ডিয়া। তারপরই বিভীষিকা। ঘরের মাঠে নিউজিল্যান্ডের কাছে ০-৩ এ হোয়াইটওয়াশ। ১২ বছরে ঘরের মাঠে প্রথম সিরিজ হার। তারপর অস্ট্রেলিয়ার মাটিতে বর্ডার-গাভাসকর সিরিজ ১-৩ এ হার। প্রথমবার বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের যোগ্যতাঅর্জন করতে না পারা। তবে ইংল্যান্ডের মাটিতে সবাইকে অবাক করে দেন শুভমন গিল পরিচালিত ভারতীয় দল। অ্যান্ডারসন-তেন্ডুলকর সিরিজে দু'বার পিছিয়েও সিরিজ ২-২ করে টিম ইন্ডিয়া। দলের খারাপ পারফরম্যান্সে তুমুল সমালোচনার মুখে পড়তে হয় গম্ভীরকে। এবার টিম ইন্ডিয়ার হেড কোচের প্রশংসায় শার্দূল ঠাকুর। 

গম্ভীরের এনার্জির বিশেষ উল্লেখ করেন ভারতীয় পেসার। শার্দূল বলেন, 'আমরা ওকে প্লেয়ার হিসেবে সবসময় দলের জন্য লড়াই করতে দেখেছি। হাডলের সময় সেই এনার্জি আমাদের মধ্যে ছড়িয়ে দেয়। খেলোয়াড় জীবনেও একই মনোভাব আনত মাঠে। দেশ এবং রাজ্যের জন্য একাধিক ট্রফি জিতেছে। ও সেই অভিজ্ঞতা এবং মোটিভেশন দলের মধ্যে নিয়ে আসে। সমালোচনা হবেই। তবে দল হিসেবে জেতার গুরুত্ব আছে। আমার মনে হয় আমরা সঠিক দিশাতেই এগোচ্ছি।' ইংল্যান্ড সিরিজ ড্র স্পেশাল। কারণ বিরাট কোহলি এবং রোহিত শর্মার অবসরের পর বিদেশের মাটিতে প্রথম সিরিজ। পাঁচ টেস্টে পাওয়া যায়নি যশপ্রীত বুমরাকেও। এই পরিস্থিতিতে দলকে মোটিভেট করা সহজ নয়, জানিয়ে দিলেন তারকা পেসার। শার্দূল বলেন, 'দেওয়ালে পিঠ ঠেকে গেলে, ফেরার কোনও জায়গা থাকে না। আমাদের পরিস্থিতি তেমনই ছিল। দু'জন তারকা প্লেয়ার অবসর নেয়। মহম্মদ সামি দলে ছিল না। একমাত্র যশপ্রীত বুমরা‌ এবং মহম্মদ সিরাজ অভিজ্ঞতা সম্পন্ন ছিল। কেএল রাহুল এবং ঋষভ পন্থ ছাড়া ব্যাটিং লাইন আপ অনভিজ্ঞ ছিল। লড়াই করা ছাড়া কোনও গতি ছিল না। কারণ দিনের শেষে আমরা ভারতীয় দলকে প্রতিনিধিত্ব করছিলাম।'

দলের হাডলে গৌতির বার্তা সবাইকে তাতিয়ে দেয়। কী বলতেন টিম ইন্ডিয়ার হেড কোচ? শার্দূল বলেন, 'গৌতি ভাই বলেন, ভারতকে প্রতিনিধিত্ব করতে পেরে আমরা ভাগ্যবান। আমরা তরুণ। তবে আমরা নিজের প্রতিভার জন্য এখানে। নিজেদের ওপর বিশ্বাস রাখলে যেকোনো প্রতিপক্ষকে হারানো সম্ভব। নিজেদের দিনে সবকিছু সম্ভব। তরুণরা বিশ্বের সামনে নিজেদের প্রতিভা মেলে ধরতে চায়। এটাই আমাদের আত্মবিশ্বাস বাড়িয়ে দেয়।' এর আগে করুণ নায়ারও গম্ভীরের প্রশংসায় পঞ্চমুখ ছিলেন। দলের তরুণ ব্রিগেডের মন জয় করে ফেলেছেন গম্ভীর। লাল বলের ক্রিকেটে শুরুটা খুবই খারাপ হয়েছিল টিম ইন্ডিয়ার হেড কোচের। কিন্তু ইংল্যান্ডের মাটিতে সিরিজ ড্র গম্ভীরের পায়ের তলায় জমি শক্ত করবে।