আজকাল ওয়েবডেস্ক: ২০২৬ গ্লাসগো কমনওয়েলথ গেমস থেকে ১২টি খেলা ছেঁটে ফেলেছে কমনওয়েলথ গেমস ফেডারেশন। তাতে প্রচণ্ড চটে গিয়েছেন পুল্লেলা গোপীচাঁদ এবং বিমল কুমার। কমনওয়েলথ বয়কট করার ডাক দেন দুই তারকা কোচ। হকি, ক্রিকেট, কুস্তি, তিরদাজি, টেবিল টেনিসের পাশাপাশি বাদের তালিকায় রয়েছে ব্যাডমিন্টনও। এছাড়াও ছেঁটে ফেলা হয়েছে ডাইভিং, রাগবি, বিচ ভলিবল, মাউন্টেন বাইকিং, স্কোয়াশ এবং রিদমিক জিমন্যাস্টিক্স। কমনওয়েলথ গেমস ফেডারেশনের সিদ্ধান্তে বড় ধাক্কা খায় ভারত। কারণ কমনওয়েলথের ইতিহাসে টেবিল টেনিস, ব্যাডমিন্টন, কুস্তি এবং হকিতে সাফল্য রয়েছে ভারতের। তাতেই প্রচণ্ড ক্ষিপ্ত গোপীচাঁদ। তিনি মনে করেন, ২০২৬ গ্লাসগো কমনওয়েলথ গেমসকে বয়কট করা উচিত ভারতের। কোনও দল পাঠানো উচিত নয়। গোপীচাঁদ বলেন, '২০২৬ কমনওয়েলথ গেমস থেকে ব্যাডমিন্টনকে ছেঁটে ফেলায় আমি খুব হতাশ। এটা ভারতের ক্রীড়াক্ষেত্রের অগ্রগতিতে বাধা দেবে। ব্যাডমিন্টন আমাদের সাফল্য এনে দিয়েছে। গর্বিত করেছে। আমাদের দেশের প্রতিভাদের জন্য একটা আন্তর্জাতিক মঞ্চ। এই সিদ্ধান্ত শুধুমাত্র ভারতীয় ব্যাডমিন্টনের ক্ষতি করবে না, বিশ্ব ব্যাডমিন্টন পিছিয়ে পড়বে। আমাদের এর বিরুদ্ধে লড়তে হবে। ভবিষ্যতের প্রজন্মের কথা ভেবে আমাদের সঠিক জায়গায় আবেদন করতে হবে। ব্যাডমিন্টনকে বাদ দেওয়ার কারণ খতিয়ে দেখতে হবে। আমরা প্ররিশ্রম করে যে জায়গায় পৌঁছেছে, একটা হটকারী সিদ্ধান্তের জন্য আবার সেখান থেকে পিছিয়ে যেতে পারব না।'
গোপীচাঁদের সঙ্গে একমত বিমল কুমারও। ভারতের প্রাক্তন কোচের দাবি, কমনওয়েলথ গেমসের কোনও প্রয়োজনীয়তা নেই। বিমল কুমার বলেন, 'আমার মতে কমনওয়েলথ গেমসের আর কোনও দরকার নেই। এটাকে তুলে দেওয়া উচিত। শুধুমাত্র অলিম্পিক্স এবং এশিয়ান গেমস হওয়া উচিত। আমি খুব হতাশ। মেনে নিতে পারছি না। কমনওয়েলথ নিজের জৌলুস হারাচ্ছে। তাই আমার মনে হয়, ভারতের কোনও দল পাঠানোর দরকার নেই। তার বদলে অলিম্পিক এবং এশিয়ান গেমসে অ্যাথলিটদের কীভাবে ভাল পরিকাঠামো দেওয়া যায়, সেদিকে নজর দেওয়া উচিত।' ২৩ জুলাই থেকে ২ আগস্ট গ্লাসগোতে হবে ২০২৬ কমনওয়েলথ গেমস।
