আজকাল ওয়েবডেস্ক: আবার হংকং ক্রিকেট সিক্সেস টুর্নামেন্টে ফিরছে ভারত। চলতি বছর ১ থেকে ৩ নভেম্বর এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। ১৯৯২ সালে প্রথম এই টুর্নামেন্ট শুরু হয়। ২০১৭ সালে এর শেষ সংস্করণ হয়েছিল। আবার নতুন করে চালু হচ্ছে হংকং ক্রিকেট সিক্সেস টুর্নামেন্টে। সোমবার ক্রিকেট হংকং তাঁদের এক্স হ্যান্ডেলে লেখে, 'এইচকে৬ এ খেলার জন্য তৈরি হচ্ছে টিম ইন্ডিয়া। বিস্ফোরক পাওয়ার হিটিং এবং ছক্কার ঝড় সমর্থকদের তাতিয়ে দেবে। বেশি দল, বেশি ছয়, বেশি উত্তেজনা এবং সবচেয়ে বেশি রহস্য। এইচকে৬ ফিরছে। ১ থেকে ৩ নভেম্বর খেলা হবে। মিস করবেন না।' 

টিন ওং রোড রিক্রিয়েশন গ্রাউন্ডে হবে এই টুর্নামেন্ট। হংকং ক্রিকেট সিক্সেসের ২০তম সংস্করণে মোট ১২টি দল অংশ নেবে। ভারত ছাড়াও খেলবে পাকিস্তান, অস্ট্রেলিয়া, বাংলাদেশ, ইংল্যান্ড, হংকং, নেপাল, নিউজিল্যান্ড, ওমান, দক্ষিণ আফ্রিকা, শ্রীলঙ্কা এবং সংযুক্ত আরব আমিরশাহি। একসময় এই টুর্নামেন্টে তাবড় তাবড় ক্রিকেটাররা খেলেছে। এই তালিকায় রয়েছেন ব্রায়ান লারা, ওয়াসিম আক্রম, শেন ওয়ার্ন, শচীন তেন্ডুলকর, এমএস ধোনি এবং অনিল কুম্বলে। ২০০৫ সালে ভারত এই টুর্নামেন্ট জিতেছিল। হংকং ক্রিকেট সিক্সেসে সবচেয়ে সফল দল ইংল্যান্ড এবং দক্ষিণ আফ্রিকা। দুই দলই পাঁচবার জিতেছে। এছাড়াও পাকিস্তান, শ্রীলঙ্কা, অস্ট্রেলিয়া এবং ওয়েস্ট ইন্ডিজের এই টুর্নামেন্ট জেতার রেকর্ড আছে। এই টুর্নামেন্টের ফরম্যাট আলাদা। ১১ নয়, একটা দলে থাকেন ৬ জন। পাঁচ ওভারের ম্যাচ। প্রত্যেক ওভারে আটটা বল। উইকেট কিপার ছাড়া সবাইকে এক ওভার করে বল করতে হবে। ওয়াইড এবং নো বলে দু'রান। ৩১ রান হয়ে গেলে ব্যাটারের রিটায়ার করা বাধ্যতামূলক। তবে বাকি ব্যাটাররা আউট হয়ে গেলে আবার তিনি ফিরতে পারবেন। আট বছর পর ফের শুরু হচ্ছে এই টুর্নামেন্ট।