আজকাল ওয়েবডেস্ক: ভারত দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ ২-১ ব্যবধানে জিতেছে। তবে মাঠের লড়াইয়ে সাফল্য পেলেও মাঠের বাইরে শাস্তির মুখে পড়তে হল টিম ইন্ডিয়াকে। কোনওভাবেই শাস্তি এড়াতে পারেনি ভারতীয় দল।

রায়পুরের শহীদ বীর নারায়ণ সিং আন্তর্জাতিক স্টেডিয়ামে দ্বিতীয় ওয়ানডেতে ওভাররেট কম থাকার কারণে ভারতীয় দলকে জরিমানা গুনতে হয়েছে।

দ্বিতীয় ওয়ানডে ম্যাচে চার উইকেটে হেরে যায় ভারত। ফলে সিরিজে ১-১ সমতা ফেরায় দক্ষিণ আফ্রিকা। তবে বিশাখাপত্তনমে তৃতীয় ওয়ানডেতে নয় উইকেটের দুর্দান্ত জয়ে সিরিজ নিজেদের দখলে নিয়ে নেয় কেএল রাহুলের দল।

আইসিসির আচরণবিধির ২.২২ অনুচ্ছেদ অনুযায়ী, নির্ধারিত সময়ে ওভার কম হলে প্রতিটি ওভারের জন্য খেলোয়াড়দের ম্যাচ ফির পাঁচ শতাংশ করে জরিমানা করা হয়।

দ্বিতীয় ওয়ানডে ম্যাচে নির্ধারিত সময়ের পর দেখা যায় ভারত দু’ওভার কম বোলিং করেছে। ফলে দলের মোট ১০ শতাংশ জরিমানা ধার্য করা হয়।

মাঠের আম্পায়ার রড টাকার ও রোহন পণ্ডিত, তৃতীয় আম্পায়ার স্যাম নোগাজস্কি এবং চতুর্থ আম্পায়ার জয়ারামন মদনগোপাল অভিযোগ আনার পর ম্যাচ রেফারি রিচি রিচার্ডসন শাস্তি ঘোষণা করেন।

ভারতীয় অধিনায়ক কেএল রাহুল অভিযোগ ও শাস্তি মেনে নেওয়ায় আলাদা শুনানির প্রয়োজন হয়নি। উল্লেখ্য, গোটা সিরিজ জুড়ে ভারতীয় ব্যাটিং ছিল উজ্জ্বল।

দুর্দান্ত ফর্মে থাকা বিরাট কোহলি দুই সেঞ্চুরি ও একটি হাফসেঞ্চুরির মাধ্যমে ৩০২ রান করে সিরিজসেরার পুরস্কার জিতেছেন, ব্যাট হাতে ফিরে পেয়েছেন ছন্দ।

সিরিজের সিদ্ধান্তমূলক ম্যাচে যশস্বী জয়সওয়ালের অপরাজিত ১১৬ রানের ইনিংস ভারতকে অনায়াসেই জয়ের বন্দরে পৌঁছে দেয়। বোলিংয়েও ভারত ছিল নিয়ন্ত্রিত ও ধারালো।

স্পিনার ও পেসাররা সমানভাবে অবদান রেখে দক্ষিণ আফ্রিকার মিডল অর্ডারের ওপর চাপ ধরে রাখে। ফিল্ডিংয়েও দল ছিল ছন্দে, যা ব্যর্থতার পর ঘুরে দাঁড়াতে বড় ভূমিকা রাখে।

আগামী ৯ ডিসেম্বর কাটকে বারাবাটি স্টেডিয়ামে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে মাঠে নামবে ভারত। পরের চার ম্যাচ হবে যথাক্রমে ১১, ১৪, ১৭ ও ১৯ ডিসেম্বর মুলানপুর, ধর্মশালা, লখনউ ও আহমেদাবাদে।