আজকাল ওয়েবডেস্ক: টস ভাগ্য বদলাল না ভারতের। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে দুই টেস্টের সিরিজের প্রথম টেস্টে টসে হার শুভমন গিলের। টসে জিতে ব্যাটিং নিল ওয়েস্ট ইন্ডিজ। টসে হেরে চিন্তিত নন শুভমন গিল। জানান, ঘরের মাঠে চারটে টেস্ট আছে। সবগুলোই তাঁরা জিততে চান। তিনজন স্পিনার এবং দু'জন পেসার নিয়ে খেলছে ভারত। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে প্রথম টেস্টে খেলছেন যশপ্রীত বুমরা। দ্বিতীয় পেসার মহম্মদ সিরাজ। স্পিনারদের মধ্যে আছেন রবীন্দ্র জাদেজা, কুলদীপ যাদব এবং ওয়াশিংটন সুন্দর। অলরাউন্ডার হিসেবে দলে জায়গা পেয়েছেন নীতিশ কুমার রেড্ডি। শুভমন গিল বলেন, 'আমাদের ঘরের মাঠে চারটে টেস্ট আছে। আমরা সবগুলোই জিততে চাই। প্রস্তুতি ভাল হয়েছে। সবাই ভাল ছন্দে আছে। লাল বলের ক্রিকেটে মাইন্ডসেট ফেরাতে হবে। পিচ ভাল মনে হচ্ছে। টসে হার প্রভাব ফেলবে না। উইকেট থেকে ফাস্ট বোলাররাও সুবিধা পাবে।' ওয়েট ইন্ডিজের অধিনায়ক রোস্টন চেজ বলেন, 'দেখে মনে হচ্ছে ভাল পিচ। ইতিবাচক ক্রিকেট খেলার বিষয়ে আশাবাদী। ভারতীয় দলের বিরুদ্ধে ভয় না পেয়ে সাহসী ক্রিকেট খেলতে চাই। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে কিছু পয়েন্ট সংগ্রহ করতে চাই। আমরা এই উইকেটে পরে ব্যাট করতে চাই না।'
দুর্গাপুজোর দশমীতে শুরু ভারত-ওয়েস্ট ইন্ডিজ দুই ম্যাচের টেস্ট সিরিজ। বৃহস্পতিবার আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে শুরু প্রথম টেস্ট। অধিনায়ক হিসেবে শুভমন গিলের দ্বিতীয় টেস্ট সিরিজ। ইংল্যান্ডের বিরুদ্ধে অভিষেক সিরিজে ব্যাটিংয়ের পাশাপাশি অধিনায়কত্বে নজর কাড়েন গিল। ফেভারিট হিসেবেই সিরিজ শুরু করবে ভারত। এখনও পর্যন্ত বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের তিনটে টেস্টেই হেরেছে ওয়েস্ট ইন্ডিজ। জুলাইয়ে ঘরের মাঠে অস্ট্রেলিয়ার কাছে ০-৩ এ দুরমুশ হয়। তৃতীয় টেস্টে মাত্র ২৭ রানে অলআউট হয়ে যায় ওয়েস্ট ইন্ডিজ। যা টেস্টে ক্যারিবিয়ানদের সর্বনিম্ন রান। টেস্ট ক্রিকেটের ইতিহাসে দ্বিতীয় সর্বনিম্ন রান।
টেস্ট সিরিজ শুরুর আগে দল বাছাই নিয়ে চিন্তায় ছিল টিম ইন্ডিয়া। বিশেষ করে যশপ্রীত বুমরা এবং কুলদীপ যাদবকে নিয়ে। ভারতের মাটিতে টেস্ট হওয়ায় তিন স্পিনার নিয়েও খেলতে পারে টিম ইন্ডিয়া। ভারতের জন্য ভাল দিক হল, ব্যাট হাতে অবদান রাখতে পারেন রবীন্দ্র জাদেজা, ওয়াশিংটন সুন্দর এবং অক্ষর প্যাটেল। এশিয়া কাপের তিনদিন পরই শুরু ভারত-ওয়েস্ট ইন্ডিজ টেস্ট সিরিজ। বিশ্রামের বিশেষ সুযোগ পায়নি ক্রিকেটাররা। এই পরিস্থিতিতে বুমরাকে খেলানো হবে কিনা সেটাই দেখার বিষয় ছিল। শেষমেষ খেলছেন ভারতীয় পেসার।
