আজকাল ওয়েবডেস্ক: টস ভাগ্য অব্যাহত। আবার টসে হার ভারতের। মঙ্গলবার কটকের বারাবাটি স্টেডিয়ামে টস জিততে পারলেন না সূর্যকুমার যাদব। টসে জিতে বল করার সিদ্ধান্ত নেন আইডেন মার্করাম। অর্থাৎ, পাঁচ ম্যাচের সিরিজে প্রথম টি -২০ তে প্রথমে ব্যাট করবে ভারত। টসে হেরে হতাশ নয় সূর্যকুমার যাদব। জানালেন, প্রথমে ব্যাট করতে পেরে খুশি। সূর্যকুমার বলেন, 'আমি ভাবছিলাম টসে জিতলে কি নেব। গত দু'দিনে উইকেট কিছুটা বদলেছে। তাই দোটানায় ছিলাম। তবে আমরা প্রথমে ব্যাট করতে পেরে খুশি। বড় টার্গেট সেট করতে চাই।' প্রথমে ব্যাট করার অর্থ শীতের রাতে শিশিরের জন্য সমস্যায় পড়তে পারে বোলাররা। তবে সেই নিয়ে ভাবতে চান না। সূর্যকুমার বলেন, 'বোলারদের জন্য কিছুটা চ্যালেঞ্জিং হবে। তবে সেই নিয়ে আমরা ভাবতে চাই না। এটাকে চ্যালেঞ্জ হিসেবে নিচ্ছি।' 

আগামী ফেব্রুয়ারিতে টি-২০ বিশ্বকাপ। এই সিরিজকে তারই প্রস্তুতি হিসেবে নেবে ভারত। সূর্যকুমার বলেন, 'অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ভাল সিরিজ গিয়েছে। এবার দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে পাঁচটা টি-২০ ম্যাচ খেলব। তারপর আমরা নিউজিল্যান্ডের বিরুদ্ধে সিরিজ খেলব। বিশ্বকাপের আগে ১৫টা টি -২০ ম্যাচ যথেষ্ঠ ভাল প্রস্তুতি।' প্রথম টি-২০ ম্যাচে ১৫ জনের দল থেকে বাদ পড়েছেন সঞ্জু স্যামসন, কুলদীপ যাদব, ওয়াশিংটন সুন্দর এবং হর্ষিত রানা। চোট সারিয়ে বেশ কয়েকদিন পরে মাঠে ফিরছেন শুভমন গিল। অভিষেক শর্মার সঙ্গে ওপেন করবেন টি-২০ তে ভারতের সহ অধিনায়ক। আসন্ন টি-২০ বিশ্বকাপের আগে ওপেনিং স্লট পাকাপাকিভাবে নিজের নামে বুক করতে চাইবেন গিল। এদিন উইকেটের পেছনে দেখা যাবে জীতেশ শর্মাকে। চার স্পেশালিস্ট বোলার নিয়ে নামছে ভারত। দুই পেসার যশপ্রীত বুমরা এবং অর্শদীপ সিং। দুই স্পিনার বরুণ চক্রবর্তী এবং অক্ষর প্যাটেল। বাদ পড়েন কুলদীপ। দুই অলরাউন্ডার হার্দিক পাণ্ডিয়া এবং শিবম দুবে।