আজকাল ওয়েবডেস্ক: আবার ব্যাটিং বিপর্যয়। প্রথম ইনিংসের পর দ্বিতীয় ইনিংসেও। পঞ্চম তথা শেষ দিন চায়ের বিরতিতে ৫ উইকেট হারিয়ে ভারতের রান ৯০। এখনও ৪৫৯ রানে পিছিয়ে। ৫৮ রানে ৫ উইকেট হারায় টিম ইন্ডিয়া। গুয়াহাটি টেস্টে হার সময়ের অপেক্ষা। পরিস্থিতি যা তাতে শেষ সেশন পর্যন্ত খেলা না গড়াতেও পারে। ক্রিজে আছেন সাই সুদর্শন এবং রবীন্দ্র জাদেজা। ব্যাট করা বাকি ওয়াশিংটন সুন্দর এবং নীতিশ কুমার রেড্ডির। চলতি সিরিজে ব্যাট হাতে গুরুত্বপূর্ণ ভূমিকা দেন ভারতীয় অলরাউন্ডার। অন্যদিকে অস্ট্রেলিয়ার মাটিতে শতরান রয়েছে নীতিশের। কিন্তু পরিস্থিতি যা, তাতে মিরাকেল না হলে ম্যাচ বাঁচানো কোনওভাবেই সম্ভব নয়। 

ইডেনের পর গুয়াহাটিতেও সাইমন হারমারের কাছে আত্মসমর্পণ ভারতীয় ব্যাটারদের। চার উইকেট তুলে নেন প্রোটিয়া স্পিনার। প্রথম দিনের শেষে ২ উইকেট হারিয়ে ২৭ রান ছিল ভারতের। এদিন ৩১ রানে তিন উইকেট হারায় টিম ইন্ডিয়া। আবার টপ অর্ডার ব্যর্থ। গত তিন মাসে দুর্দান্ত ফর্মের জন্য স্পেশালিস্ট ব্যাটার হিসেবে দলে জায়গা পেয়েছিলেন ধ্রুব জুরেল। ইডেনের পর গুয়াহাটিতেও ব্যর্থ তিনি। মাত্র ২ রান করেন। রান পাননি ঋষভ পন্থও। ১৩ রানে আউট হন। প্রথম ইনিংসে দলের পরিস্থিতি অনুযায়ী তাঁর বেশিসেবী শটের জন্য সমালোচিত হয়েছিলেন টিম ইন্ডিয়ার অস্থায়ী অধিনায়ক। দ্বিতীয় ইনিংসেও একই ভুল। শুভমন গিল চোটের জন্য ছিটকে যাওয়ায় নেতৃত্বের ভার পন্থের কাঁধে ছিল। কিন্তু অধিনায়কের পাশাপশি ব্যাটার হিসেবেও চূড়ান্ত ব্যর্থ ভারতের উইকেটকিপার ব্যাটার। 

জয়ের জন্য ভারতের সামনে ৫৪৯ রানের লক্ষ্যমাত্রা রেখেছিল দক্ষিণ আফ্রিকা। এই ভারতীয় দলের গুণগত মান অনুযায়ী যা অসম্ভব। তাই একমাত্র উপায় ছিল কোনওক্রমে একদিনের একটু বেশি সময় উইকেটে টিকে ম্যাচটা ড্র করা। যদিও তাতে রেজাল্টে বিশেষ পার্থক্য গড়ত না। সিরিজ হার অবশ্যম্ভাবী ছিল। তবে ঘরের মাঠে জোড়া টেস্ট হারের লজ্জার হাত থেকে বাঁচা যেত। কিন্তু ব্যাটারদের ব্যর্থতায় সেটা সম্ভব হল না। ইডেনের পিচ নিয়ে প্রচুর সমালোচনা হয়েছে। তাই কিছুটা রেহাই পেতে পারে ব্যাটাররা। কিন্তু গুয়াহাটির উইকেট? বর্শাপাড়া স্টেডিয়ামের পিচে কোনও জুজু ছিল না। কিন্তু তাসত্ত্বেও আত্মসমর্পণ। প্রথম ইনিংসে মার্কো জ্যানসেনের কাছে। দ্বিতীয় ইনিংসে সাইমন হারমারের কাছে। দিনের শুরুতেই আউট হন কুলদীপ যাদব। মাত্র তিন বল ক্রিজে টেকেন ধ্রুব জুরেল। আবার ব্যর্থ ঋষভ পন্থ। ষষ্ঠ উইকেটে পার্টনারশিপ গড়ার চেষ্টা করছিলেন সাই সুদর্শন এবং রবীন্দ্র জাদেজা।‌ কিন্তু চায়ের বিরতির পরই আউট সুদর্শন। ১৪ রানে ফেরেন। ৯৫ তাঁর ৬ উইকেট হারায় ভারত। ২৫ বছর পর ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকার কাছে সিরিজ হারের দোরগোড়ায় দাঁড়িয়ে টিম ইন্ডিয়া। শেষবার ১৯৯৯-২০০০ সালে ভারতের মাটিতে সিরিজ জিতেছিল প্রোটিয়ারা।