আজকাল ওয়েবডেস্ক: আবার ব্যাটিং বিপর্যয়। প্রথম ইনিংসের পর দ্বিতীয় ইনিংসেও। পঞ্চম তথা শেষ দিন চায়ের বিরতিতে ৫ উইকেট হারিয়ে ভারতের রান ৯০। এখনও ৪৫৯ রানে পিছিয়ে। ৫৮ রানে ৫ উইকেট হারায় টিম ইন্ডিয়া। গুয়াহাটি টেস্টে হার সময়ের অপেক্ষা। পরিস্থিতি যা তাতে শেষ সেশন পর্যন্ত খেলা না গড়াতেও পারে। ক্রিজে আছেন সাই সুদর্শন এবং রবিদ্র জাদেজা। ব্যাট করা বাকি ওয়াশিংটন সুন্দর এবং নীতিশ কুমার রেড্ডির। চলতি সিরিজে ব্যাট হাতে গুরুত্বপূর্ণ ভূমিকা দেন ভারতীয় অলরাউন্ডার। অন্যদিকে অস্ট্রেলিয়ার মাটিতে শতরান রয়েছে নীতিশের। কিন্তু পরিস্থিতি যা, তাতে মিরাকেল না হলে ম্যাচ বাঁচানো কোনওভাবেই সম্ভব নয়। 

ইডেনের পর গুয়াহাটিতেও সাইমন হারমারের কাছে আত্মসমর্পণ ভারতীয় ব্যাটারদের। চার উইকেট তুলে নেন প্রোটিয়া স্পিনার। প্রথম দিনের শেষে ২ উইকেট হারিয়ে ২৭ রান ছিল ভারতের। এদিন ৩১ রানে তিন উইকেট হারায় টিম ইন্ডিয়া। আবার টপ অর্ডার ব্যর্থ। গত তিন মাসে দুর্দান্ত ফর্মের জন্য স্পেশালিস্ট ব্যাটার হিসেবে দলে জায়গা পেয়েছিলেন ধ্রুব জুরেল। ইডেনের পর গুতাহাটিতেও ব্যর্থ তিনি। মাত্র ২ রান করেন। রান পাননি ঋষভ পন্থও। ১৩ রানে আউট হন।