করিনা কাপুর খানের একটি ভিডিও সম্প্রতি ভাইরাল হয়েছে। সেখানে তিনি ভাই রণবীর কাপুরের সঙ্গে সন্তান, 'পেরেন্টিং' নিয়ে আলোচনা করছিলেন। তিনি তাঁর প্রসব পরবর্তী সময়ে স্বামী সইফ আলি খানের কাছ থেকে কেমন সমর্থন পেয়েছেন তা নিয়ে মুখ খুলেছেন। নিজের শো 'হোয়াট উইমেন ওয়ান্ট'-এ ভাই রণবীর কাপুরের সঙ্গে আলাপকালে 'বেবো' জানান যে, তাঁদের সন্তানদের জন্মের পর সইফ হাসপাতালে একটি রাতও নাকি কাটাননি।
2
5
রণবীর অবশ্য জানান যে, মেয়ে রাহার জন্মের সময় স্ত্রী আলিয়া ভাটের পাশে থাকার জন্য তিনি কাজ থেকে বিরতি নিয়েছিলেন। তিনি বলেন, "আমি খুব ভাল ছিলাম, আমি ওর সঙ্গেই ছিলাম। ডেলিভারির আগে আমি দুই থেকে তিন মাসের জন্য কাজ থেকে ছুটি নিয়েছিলাম। আমি ওর সঙ্গে হাসপাতালে এক সপ্তাহ ছিলাম।"
3
5
রণবীরকে "লাভলি" বলে সম্বোধন করে করিনা তাঁর অভিজ্ঞতার পার্থক্য তুলে ধরেন এবং সইফের অনুপস্থিতির কথা উল্লেখ করেন। তিনি বলেন, "তার মানে তুমি খুব চমৎকার একজন স্বামী। মানে, ভেবে দেখো, সইফ হাসপাতালে আমার সঙ্গে একটি রাতও থাকেনি।"
4
5
করিনা এর আগে তাঁদের বিপরীতধর্মী 'পেরেন্টিং স্টাইল' নিয়েও কথা বলেছেন। সোহা আলি খানের পডকাস্ট 'অল অ্যাবাউট হার'-এ নিজেকে একজন 'হেলিকপ্টার মম' এবং সইফকে অনেক বেশি 'উদাসীন বাবা' হিসেবে বর্ণনা করেছিলেন।
5
5
তিনি বলেছিলেন, "সইফ এবং আমি দু'জনেই খুব আলাদা কারণ ও আগেও বাবা হয়েছে। ওর অভিজ্ঞতা অনেক বেশি। আমার জন্য এটা প্রথম সফর যা আমি প্রতিদিন নতুন করে অনুভব করছি। তবে আমার মনে হয় ওর জন্যও এটা আলাদা, কারণ বাচ্চারা এখন অনেক ছোট। আমার মতে ও ওর চার সন্তানের জন্যই একজন দারুণ বাবা। ও অত্যন্ত সাহসী, স্নেহশীল, যত্নশীল এবং সবসময় ওর পাশে থাকে।"