আজকাল ওয়েবডেস্ক: পাঁচ ম্যাচের সিরিজের প্রথম টি-২০ বৃষ্টিতে ধুয়ে গিয়েছে। ম্যাচ পরিত্যক্ত ঘোষণা হয়। কিন্তু গৌতম গম্ভীরের দল বাছাই নিয়ে খুশি নয় সমর্থকরা। অর্শদীপকে বাদ দেওয়া প্রসঙ্গে টিম ইন্ডিয়ার হেড কোচকে তুলোধোনা করে ক্রিকেট ভক্তরা। টি-২০ তে সবচেয়ে বেশি উইকেট পাঞ্জাবের পেসারের। তাসত্ত্বেও তাঁকে বসিয়ে হর্ষিত রানাকে নেওয়া হয়। তৃতীয় একদিনের ম্যাচেও বাদ পড়েন অর্শদীপ। বুধবারও তার পুনরাবৃত্তিতে চটে যায় ফ্যানরা। এক্স হ্যান্ডেলে গম্ভীরের মুন্ডুপাত করে ক্রিকেট ভক্তরা। একজন লেখেন, 'প্রত্যেক ম্যাচে অর্শদীপের প্রথম একাদশে থাকা উচিত, ও আমাদের বিশ্বকাপ জিতিয়েছে। আরেকজন লেখেন, 'গৌতম গম্ভীরের কী অর্শদীপ সিংয়ের সঙ্গে কোনও সমস্যা আছে? এই ফরম্যাটে দেশের সর্বোচ্চ উইকেট শিকারি। কিন্তু তাও নিয়মিত সুযোগ পায় না।' 

আরও একজন প্রশ্ন করেন, 'হর্ষিত রানা কি অর্শদীপের থেকে ভাল বোলার?' অন্য একজন বাঁ হাতি পেসারের বাদ পড়ার খতিয়ান দেন। গম্ভীর কোচ হওয়ার পর কোন কোন ম্যাচ থেকে অর্শদীপ বাদ পড়েছেন, তার বিস্তারিত তথ্য দেন। টি-২০ তে ভারতের একনম্বর বোলার হলেও, বারবার তাঁকে বাদ পড়তে হচ্ছে। গম্ভীরের পক্ষপাতিত্ব চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয় নেটমাধ্যম। এদিন ছন্দে ছিলেন সূর্যকুমার যাদব। ছক্কার রেকর্ড করেন। কিন্তু বৃষ্টির জন্য শেষমেষ খেলা পরিত্যক্ত হয়ে যায়। বুধবার ক্যানবেরায় টানা বৃষ্টি হওয়ায় আর খেলা শুরু করা সম্ভব হয়নি।

বৃষ্টিতে খেলা বন্ধ হওয়ার সময় ১ উইকেট হারিয়ে ৯৭ রান ছিল ভারতের। ২৪ বলে ৩৯ রানে অপরাজিত ছিলেন সূর্য। অন্য প্রান্তে ২০ বলে ৩৭ রান গিলের। দ্বিতীয় উইকেটে ৩৫ বলে ৬২ রান যোগ করে এই জুটি। খেলা দেরীতে শুরু হওয়ায় ম্যাচ ১৮ ওভারের করে দেওয়া হয়। এদিন রান পাননি অভিষেক শর্মা। মাত্র ১৯ রানে ফেরেন। তবে বৃষ্টিতে খেলা বন্ধ হওয়ার আগে ইতিহাসে নাম তোলেন ভারত অধিনায়ক। ক্রিকেটের সংক্ষিপ্ত ফরম্যাটে সবার আগে ১৫০টি ছক্কা হাঁকানোর নজির গড়েন। বুধবার ক্যানবেরার মানুকা ওভালে এই কীর্তি স্থাপন করেন সূর্য। মাত্র ৮৬ ইনিংসে, ১৬৪৯ বলের মুখোমুখি হয়ে এই মাইলস্টোন ছুঁয়ে ফেলেন।